এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর ও মূর্শিদাবাদ, ২৩ নভেম্বর : রাজ্যের বিভিন্ন প্রান্তে শিয়ালের হামলার খবর পাওয়া গেছে । উত্তর দিনাজপুর জেলার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তুরিবন গ্ৰামের এক কৃষক বুধবার দুপুরে মাঠে ধান কাটার কাজ করার সময় একটা শিয়াল এসে তার উপর হামলা চালিয়ে দেয় । ক্ষিপ্ত কৃষক শিয়ালটির গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলে । যদিও তার আগেই শিয়ালটি কৃষকের দু’হাতের বুড়ো আঙ্গুল খুবলে নেয় । তিলিয়া মুর্মু (৩৮) নামে ওই কৃষক বর্তমানে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় মূর্শিদাবাদের সামসেরগঞ্জের দক্ষিণ অন্তরদ্বীপা গ্রামে শিয়ালের আক্রমণে জখম হয়েছে ৭ ব্যক্তি । জানা গেছে,সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ জাহিরুল শেখ(৪৬) নামে এক ব্যক্তি বাড়ির বাইরে এলে পাশের আখ খেত থেকে বেড়িয়ে এসে তারা পায়ে কামড় বসিয়ে দেয় । জাহিরুল ঝুঁকে শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করেন । কিন্তু শিয়ালটি তখন তার পা ছেড়ে দিয়ে নাকে কামড় বসায় । জানা গেছে,ঘটনার পর পরিবারের লোকজন জাহিরুল শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল । কিন্তু রাস্তাতেই তাদের উপর ফের হামলা চালায় শিয়ালের দল । ফলে আরও ৬ জন জখম হয় । আহতদের ঝাড়খণ্ডের পাকুর জেলার সোনাঝুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।