এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,১৬ অক্টোবর : দীর্ঘ ২৭ বছর ধরে জমিজমা সংক্রান্ত বিবাদের মামলার নিষ্পত্তি হয়নি আদালতে৷ তার জেরে তীব্র হতাশায় আদালতের চারতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ় । বুধবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে জেলা আদালতের নতুন ভবনে । মৃত ব্যক্তির নাম নামদেব যাদব (৬০) । তিনি ওয়াডকির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে,ওই ব্যক্তি একটি সুইসাইড নোট রেখে গেছেন যেখানে তিনি তার দীর্ঘদিনের বিচারাধীন দেওয়ানি মামলার মামলার নম্বর উল্লেখ করেছেন। নোটে বলা হয়েছে যে ১৯৯৮ সাল থেকে মামলাটি অমীমাংসিত থাকায় তিনি হতাশ ছিলেন এবং ন্যায়বিচারের জন্য তার বারবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তার এই মর্মান্তিক আত্মহত্যার পর ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠছে।
বুধবার সকালে শিবাজিনগর জেলা ও দায়রা আদালতের নতুন ভবনের চারতলা থেকে আচমকা ঝাঁপিয়ে পড়েন নামদেব যাদব । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ঘটনার পরপরই পুলিশ ও আদালতের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাসুন জেনারেল হাসপাতালে পাঠানো হয় ।শিবাজিনগর থানার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যে মৃতের কাছে প্রাপ্ত সুইসাইড নোটে উল্লেখিত মামলার বিবরণ রয়েছে । জমি লেনদেনের বিরোধ নিয়ে তাঁর মামলা গত ২৭ বছর ধরে পুনে জেলা আদালতে বিচারাধীন ছিল। তবে এত বছর ধরে শুনানির পরেও ন্যায়বিচার না পাওয়ায় এবং মামলায় কোনও ফল না পাওয়ায় তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত ছিলেন। আজ সকালে আদালতে হাজির হন নামদেব যাদব। তবে কিছুক্ষণ পর হঠাৎ তিনি আদালতের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়েন। যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।।