এইদিন ওয়েবডেস্ক,কোলার(কর্ণাটক),২১ মার্চ : বিগত সাত দশকের অধিক সময় ধরে কর্ণাটকের কোলারের বিখ্যাত ক্লক টাওয়ারটি ছিল সবুজ রঙে আঁকা এবং উত্তোলিত ছিল ইসলামিক পতাকা । এখন ওই ক্লক টাওয়ারটিকে সাদা রঙ করা হয়েছে ।শনিবার আনুষ্ঠানিকভাবে টাওয়ারটিতে ভারতীয় জাতীয় পতাকা টাঙালো কোলারের পুলিশ প্রশাসন । সরিয়ে দেওয়া হয় ইসলামিক পতাকাটি । পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কোলারের পুলিশ সুপার ডি দেবরাজু । জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে ইসলামী পতাকা অপসারণের পর শহরে উত্তেজনার সৃষ্টি হয় । তবে পুলিশ তৎপরতার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
কোলারের জন্য ল্যান্ডমার্ক হিসাবে মনে করা হয় ওই ঘড়ি টাওয়ারটিকে । টাওয়ারটি ১৯৩০ সালে নির্মাণ করিয়েছিলেন মুস্তফা সাহেব নামে জনৈক এক ব্যবসায়ী । তখন থেকেই টাওয়ারের রঙ ছিল শবুজ । টাওয়ারের চুড়ায় টাঙানো ছিল ইসলামিক পতাকা ।
সম্প্রতি কোলারের বিজেপির লোকসভা সাংসদ মুনিস্বামী এস(Muniswamy S) ক্লক টাওয়ারে ইসলামিক পতাকাটি সরিয়ে সেখানে ভারতীয় তেরঙ্গা উত্তোলনের জন্য কোলারের জনগণকে আশ্বাস দিয়েছিলেন । এই দাবিতে শুক্রবার অবস্থান বিক্ষোভে বসেছিলেন সাংসদ । ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি । এদিকে ক্লক টাওয়ার বিতর্কের কারনে শহরে ১৪৪ ধারা জারি করেছিল কোলার জেলা প্রশাসন ।
শেষে প্রশাসন ক্লক টাওয়ারটি সাদা রঙ করতে উদ্যোগী হয় । কর্মরত শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা দেয় পুলিশ । শ্রমিকদের নিরাপত্তায় মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) ।
জানা গেছে,শনিবার ক্লক টাওয়ার থেকে ৭০ বছরেরও অধিক সময় ধরে টাঙানো ইসলামী পতাকা জেলা প্রশাসন সরিয়ে নেওয়ার পর শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে । তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই । পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্রথম দিকে পুলিশ প্রশাসনের কর্মকর্তারাই উপস্থিত ছিলেন ৷ পরে কলার স্থানীয় মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করে পুলিশ । কোলার জেলা প্রশাসনের কর্তৃক গৃহীত পদক্ষেপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করলে নিমেষে তা ভাইরাল হয়ে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় কর্ণাটকের কোলার পুলিশ ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করছেন নেটাগরিকরা।।
ছবি : সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত ।