এইদিন ওয়েবডেস্ক,মুন্সীগঞ্জ(বাংলাদেশ),১১ এপ্রিল : ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়ার পর ১৯ দিন কারাভোগ করে শেষ পর্যন্ত জামিন পেলেম বাংলাদেশের মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডল । এর আগে ২৩ ও ২৮ মার্চ আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় । শেষ পর্যন্ত রবিবার সকালে মুন্সীগঞ্জের আদালত তাঁকে জামিন দেওয়ার পর ওইদিনবিকাল পৌনে পাঁচটা নাগাদ তিনি কারাগার থেকে মু্ক্তি পান । তিনি জেল থেকে বেড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে বলেন,’খুব ভয় লাগছে । আমি নিরাপত্তা চাই । তবে প্রশাসন আমার পাশে থাকার আশ্বাস দিয়েছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমার সঙ্গে যা হল তা যেন কোনও শিক্ষকের সঙ্গে এমন না হয় ।’
জানা গেছে,বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক হৃদয় মণ্ডল । গত ২০ মার্চ দশম শ্রেনীতে তিনি ক্লাস নিচ্ছিলেন । সেই সময় কয়েকজন ছাত্র বারবার ধর্মের প্রসঙ্গ তুলছিলেন । তিনি সহজভাবে তার উত্তর দিচ্ছিলেন । আর ওই ছাত্ররা সেই কথোপকথন গোপনে মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় । এনিয়ে ব্যপক উত্তেজনা ছড়ায় । তুমুল বিক্ষোভ প্রদর্শনও হয় ।
এরপর ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয় ইলেকট্রিশিয়ান মো. আসাদ তাঁর সহকর্মী হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় হৃদয় মণ্ডলকে । সমগ্র ঘটনাটি পরিকল্পনা মাফিক। হয়েছে বলে দাবি করেন হৃদয়বাবু । তাঁর কথায়, ‘স্কুলে আমার প্রতিপক্ষ আছে । আমি যেমন টিউশন পড়াই তেমনি তারাও পড়ায় । আমাকে সরাতে পারলে তাদের লাভ । তাই চক্রান্ত করে আমায় ফাঁসানো হয়েছে ।’
হৃদয়বাবুর স্ত্রী ববিতাদেবী জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানহানি এবং আইসিটি আইনে মামলা করবেন । সেই সঙ্গে তিনি ভবিষ্যতে হামলার আশঙ্কা করে পরিবারের নিরাপত্তারও দাবি জানিয়েছেন ।।