এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৯ অক্টোবর : ২০০৫ সালে ইসরায়েল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গাজা উপত্যকা । দীর্ঘ ১৮ বছর পর এই প্রথম গাজায় ইসরায়েলি পতাকা তোলা হয়েছে । শনিবার গাজা উপত্যকায় প্রবেশকারী আইডিএফ সৈন্যরা ওই এলাকার একটি বাড়িতে ইসরায়েলি পতাকা তুলেছে বলে জানা গেছে । পতাকা উত্তোলনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ভয়ানক অপরাধের তিন সপ্তাহ পর,৪০১ তম ব্রিগেডের ৫২ তম ব্যাটালিয়নের সৈন্যরা সৈকত বরাবর গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলের পতাকা উত্তোলন করছে। আমরা ভুলব না…জয় না হওয়া পর্যন্ত আমরা থামব না।’
এদিকে শুক্রবার রাত থেকে আইডিএফ সৈন্যরা গাজা উপত্যকায় প্রবেশ করে বেশ কয়েক কিলোমিটার ভিতর পর্যন্ত পৌঁছেছিল । আইডিএফ বলেছে যে গাজায় সৈন্যদের প্রবেশ হল আসলে সপ্তাহের শুরুতে পরিচালিত স্থল অভিযানের একটি সম্প্রসারিত অংশ । তখন থেকেই উত্তর গাজায় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, বেশ কয়েকটি স্থানেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ।।