এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ নভেম্বর : ‘আমার সন্দেহ এই ঘটনার পিছনে ‘লাভ জিহাদ’ কাজ করছে । আমরা আফতাবের মৃত্যুদণ্ড দাবি করছি’- মঙ্গলবার এএনআই-এর সাথে কথা বলার সময় এই দাবি করলেন নিহত ১৭ বছরের কিশোরী শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশ ওয়াকার । এদিকে পুলিশকে বিভ্রান্ত করতে ভরপুর চেষ্টা করেছিল শ্রদ্ধার লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা । প্রমান লোপাটের জন্য শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে দিয়ে এলেও আফতাবের ডিজিটাল প্রমাণের সুত্র ধরেই তার যাবতীয় মিথ্যা ধরে ফেলে পুলিশ । পুলিশ জানতে পারে শ্রদ্ধা খুন হওয়ার(১৮ মে ২০২২) ৮ দিনের মাথায়(২৬ মে ২০২২) শ্রদ্ধার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অ্যাপ থেকে ৫৪,০০০ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল আফতাব । যাতে কেউ সন্দেহ না করে সেজন্য শ্রদ্ধার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার বন্ধুর সাথে চ্যাটও করেছিল সে । খুনি আফতাব পুলিশকে জানিয়েছিল ২২ মে ঝগড়ার পর ফ্লাট ছেড়ে চলে যায় শ্রদ্ধা । সঙ্গে নিয়েছিল শুধু নিজের মোবাইলটি । তারপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না । কিন্তু শ্রদ্ধার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অ্যাপ থেকে টাকা ট্রান্সফার এবং ফোন কলের ডিটেল সামনে আসার পরেই আফতাবের চালাকি ধরে ফেলে পুলিশ ।
লাভ জিহাদি আফতাব পুলিশকে জানিয়েছে,শ্রদ্ধার খর্বাকৃতির কারনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা সহজ ছিল । দেহ টুকরো টুকরো করার জন্য চপারের সন্ধান ও দেহ লোপাটের আইডিয়া পেয়েছিল তার প্রিয় টিভি শো ডেক্সটার(Dexter) থেকে । শুধু তাইই নয়,শ্রদ্ধাকে খুনের কয়েকদিন পর মেহরাউলির ফ্ল্যাটে আরেক মহিলার সঙ্গে আফতাব সেক্স করেছিল বলে পুলিশ জানতে পারে ।
মহারাষ্ট্র পুলিশ সূত্র জানিয়েছে যে শ্রদ্ধার পরিবার যখন তার ফোন বন্ধ থাকার কারণে তার সাথে যোগাযোগ করতে পারেনি, তখন তারা মানিকপুর থানায় নিখোঁজ ডাইরি করেন । অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাবকে জিজ্ঞাসাবাদের জন্য মানিকপুর থানায় তলব করা হয় । আফতাব পুনাওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য দুবার ডাকা হয়েছিল । প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার গত ৩ নভেম্বর । তবে কখনই আফতাবের চোখে মুখে অস্থিরতা দেখা যায়নি ।
পুলিশ জানতে পেরেছে, আফতাব এবং শ্রদ্ধা ওয়াকারের মধ্যে “বাম্বল” নামে একটি ডেটিং অ্যাপে দেখা হয়েছিল । শুধু শ্রদ্ধাই নয়,ওই ডেটিং অ্যাপের মাধ্যমে অনেক মেয়ের সঙ্গে দেখা করত আফতাব । তাই অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে সে শ্রদ্ধাকে খুন করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ আফতাবের নারকো বিশ্লেষণ পরীক্ষা করতে পারে বলে সূত্রের খবর ।।