এইদিন ওয়েবডেস্ক,০২ নভেম্বর : আফ্রিকার সবচেয়ে বৃহৎ দাঁতাল স্ত্রী হাতির মৃত্যু হল । হাতিটির নাম ডিডা (Dida) । মঙ্গলবার টুইটারে ডিডা নামের হাতিটির ছবিসহ কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস) জানিয়েছে, ‘একজন মাতৃপতি বিশ্রাম নিয়েছেন । আমরা ডিডার মৃত্যুতে শোকাহত, যেটি সম্ভবত আফ্রিকার সবচেয়ে বড় মহিলা হাতি এবং কেডবলুএসটি স্যাভো ইস্ট (KWSTsavoEast) ন্যাশনাল পার্কে বসবাসকারী মাতৃপতি ছিল । হাতিটি প্রায় ৬০-৬৫ বছর বয়সে পূর্ণ জীবন যাপন করার কারণে বার্ধক্যজনিত সমস্যায় স্বাভাবিক কারণে মারা গেছে ।’
পর্যটকদের কাছে ‘সাভোর রানি’ হিসেবে জনপ্রিয় ছিল ডিডা । এটি তার দীর্ঘ দাঁতের জন্য বিখ্যাত ছিল । কেডব্লিউএস জানায়, সাভোর আইকনিক একটি প্রাণী ছিল ডিডা। সে ছিল বহু দশকের জ্ঞানের একটি বিশাল ভান্ডার। তাকে নিয়ে অনেক তথ্যচিত্রও নির্মাণ করা হয়েছে। সে বহু চ্যালেঞ্জের মুখে তার দলকে আগলে রেখেছে।’
প্রসঙ্গত, স্ত্রী হাতিরা সবসময় দলবদ্ধ হয়ে বাস করতে ভালোবাসে। তারা সর্বদা শিশু কিশোর হাতিদের আগলে রাখে । সাভো ট্রাস্ট নামে একটি সংরক্ষণবাদী গ্রুপ ফেসবুকে ডিডার প্রশংসা করে লিখেছে, ‘হাতিদের ভবিষ্যত প্রজন্ম তাকে মনে রাখবে। তার কাছ থেকে তারা যে শিক্ষা পেয়েছিল তা আজীবন তাদের মনে থাকবে। একটি হাতি কখনোই তার অতীত ভুলে যায় না ।’।