এইদিন ওয়েবডেস্ক,নুরিস্তান,০৬ জুন : আফগানিস্তানের নুরিস্তানের জনপ্রিয় গায়ক মুসলিম গুলজার এবং তার ভাইকে গুলি করে খুন করল অজ্ঞাত বন্দুকধারীরা । গুলজার সবেমাত্র পাকিস্তান থেকে ফিরেছিলেন । সোমবার বিকেল ৫ টার দিকে তিনি এবং তাঁর ভাই একটি বিয়ের অনুষ্ঠানে যাবার সময় দুষ্কৃতীরা তাদের গুলি চালিয়ে খুন করে পালিয়ে যায় । নুরিস্তানের তালিবান গভর্নরের মুখপাত্র সাইফুদ্দিন সুখ বলেছেন,’এই ঘটনার ধরণ নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে । এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট করা যায়নি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি ।’
মোসলেম গোলজার ছিলেন নুরিস্তানি সঙ্গীতের অন্যতম প্রবক্তা। তালিবানরা দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পরে তার গান নিষিদ্ধ করেছিল । এমনকি তালিবানের দ্বারা ওই গায়ককে অনেকবার হয়রানি ও অপমানের শিকার হতে হয়েছিল । তবুও সঙ্গীত সাধনা বন্ধ করেননি মুসলিম গুলজার । দেশে গান নিষিদ্ধ হলেও বিদেশে অনুষ্ঠানে অংশ নিতেন তিনি । সেই রোষেই তালিবানরাই ওই প্রতিভাবান গায়ককে হত্যা করেছে বলে সন্দেহ এলাকার বাসিন্দাদের ।।