এইদিন ওয়েবডেস্ক,নানগারহার,২৩ জানুয়ারী : আফগানিস্তানের নানগারহারের স্থানীয় সূত্র বলছে যে এই প্রদেশে এক তালিবান যোদ্ধাকে অজানা লোকেরা ফাঁসি দিয়েছে। বৃহস্পতিবার আফগান ৮ সোবাহ পত্রিকাকে সূত্র নিশ্চিত করেছে, ঘটনাটি দুই দিন আগে নানগারহারের খোগিয়ানি জেলায় ঘটে।
সূত্রমতে, এই তালিবান যোদ্ধার নাম সফিউল্লাহ এবং তাকে তার বাড়িতেই হত্যা করা হয়।এই ঘটনার উদ্দেশ্য ও অপরাধীদের এখনো নির্ণয় করা যায়নি।নানগারহারের তালিবানও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রায় দুই সপ্তাহ আগে একই জেলায় “বোরা” নামে আর এক তালিবান যোদ্ধার মৃতদেহ পাওয়া যাওয়ার পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ।।