এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ আগস্ট : অবশেষে জল্পনা সত্যি হল । দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আশরফ গনি । তালিবান কাবুল আক্রমণ করলেই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে পারেন বলে জল্পনা চলছিল । এদিকে রবিবার সকালে দক্ষিণের জালালাবাদ দখল নেওয়ার পর দুপুরের মধ্যেই কাবুলেরও দখলের নেয় তালিবান । তারপর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সঙ্গে বৈঠকে বসেন আশরফ গনি । ৪৫ মিনিট বৈঠকের পরই তিনি পদত্যাগ করেন ৷ আর তারপরেই নিজের কোর টিম নিয়ে আফগানিস্তান ত্যাগ করেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর ।
এদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমেদ জালালী আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে পারেন বলে খবর । এদিন তালিবানরা কাবুলে প্রবেশ করার পরেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে । জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হতে পারেন আলী আহমেদ জালালী । জালালীর পড়াশোনা আমেরিকায় ৷ এছাড়া উনি আফগান সরকারের মন্ত্রীও ছিলেন । জালালি জার্মানিতে প্রাক্তন আফগান রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন ।
আলী আহমেদ জালালীর জন্ম কাবুলে হয়েছিল । কিন্তু ১৯৭৮ সাল থেকে তিনি মার্কিন নাগরিক । মেরিল্যান্ডে বসবাস করতেন । ২০০৩ সালে আফগানিস্তানে ফিরে আসেন জালালি । তৎকালীন পরিবর্তিত সরকারে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করা হয় । পরের বছর ফের তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করা হয় । তারপর ২০০৫ সাল পর্যন্ত ওই দায়িত্ব সামলান জালালি ৷ তিনি আফগান সেনাবাহিনীর প্রাক্তন কর্নেলও ছিলেন । সোভিয়েত আক্রমণের সময় তাঁকে পেশোয়ারে আফগান প্রতিরোধ সদর দফতরের শীর্ষ উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল । জালালির পূর্ব অভিজ্ঞতার কারনে তাঁর উপর অনেক আশা রাখছেন আফগানিরা ।।
ছবি : সোশ্যাল মিডিয়া