এইদিন স্পোর্টস নিউজ,২৯ আগস্ট : পাকিস্তান ও আফগানিস্তানের সাপে-নেউলে সম্পর্ক৷ ক্রিকেট খেলার মাঠে এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আকছার উত্তেজনা ছড়ায় । তার উত্তাপ ছড়ায় গ্যালারিতেও৷ দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা বাহিনীকে তা নিয়ন্ত্রণ আনতে হিমশিম খেতে হয়৷ এদিকে শুক্রবার শারজাহতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিদেশীয় সিরিজ শুরু হতে চলেছে ৷ ফলে কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা এড়াতে এখন থেকেই বেশ কিছু পদক্ষেপ নিতে হচ্ছে কর্তৃপক্ষকে ।
আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান দু’দেশের দর্শকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন৷ তবে আফগান অধিনায়কের কথা শুনবেন দর্শকেরা, সেই নিশ্চয়তা নেই । যেকারণে গ্যালারিতে দুই দেশের দর্শকদের বসার জায়গা আলাদা করা হয়েছে । ২০২২ এশিয়া কাপে এই মাঠেই এই দুই দলের খেলা শেষে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়েছিলেন দুই দেশের সমর্থকেরা। রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের ১ উইকেটে জয়ের পর গ্যালারিতে ছড়িয়ে পড়া ওই সংঘর্ষের জের ধরে বেশ কজন আফগান সমর্থককে আটক করেছিল শারজাহ পুলিশ। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই সময়ের সভাপতি রামিজ রাজা সংঘর্ষের ঘটনা ক্ষুব্ধ হয়ে আইসিসিতে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন এই ধরনের ‘গুন্ডামি’ বন্ধ করার ব্যবস্থা নিতে। পরে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সময় দুই দেশে সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সেই ব্যবস্থা থাকছে এবারও।
গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কেও বেশ টানাপোড়েন চলছে, যেটির প্রভাব পড়ছে ক্রিকেটে । আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না বলে নিজেদের ঘরের ম্যাচগুলি তারা খেলে থাকে আমিরাতে। দুই দেশেরই প্রচুর প্রবাসী বাস করেন সেখানে এবং মাঠে তাদের উপস্থিতি থাকে সাধারণত বিপুল পরিমাণে।
তবে গ্যালারিতে জায়গা আলাদা করে দেওয়া হলেও সংঘর্ষের শঙ্কা থাকছেই। নিরাপত্তাকর্মীরা বাড়তি সতর্কতাও নিয়ে রাখছে । এরই মাঝে টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদেরও উত্তেজিত না হওয়ার আহবান জানালেন আফগান অধিনায়ক রাশিদ। তিনি বলেছেন,
“মাঠে যারা আসবেন ও খেলা দেখবেন, তাদের সবার প্রতি বার্তা হলো যে, ক্রিকেট বয়ে আনে একতা। বিভিন্ন দেশ ও মানুষকে একসঙ্গে করে তোলে এই খেলা। শান্তির বার্তা ছড়িয়ে দেয় এটি। খেলাটি হলো স্রেফ উপভোগের ব্যাপার। আমরা এই খেলা খেলি নিজেরা উপভোগের জন্য ও দর্শক-সমর্থকদের বিনোদন দেওয়ার জন্য।’ তিনি আরও বলেছেন,’স্রেফ একটি খেলাই তো! বাড়াবাড়ি করা উচিত নয়। আমি সবাইকে অনুরোধ করব মাঠে এসে নিজেদের মধ্যে উপভোগ করতে, নিজ নিজ দলকে সমর্থন করতে ও স্রেফ খেলাটির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে।’ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টর আার এক দল সংযুক্ত আরব আমিরাত।।