এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৫ মে : আফগানিস্তানের বামিয়ানে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস)-এর হামলায় তিনজন স্প্যানিশসহ ৬ বিদেশী পর্যটকদের মৃত্যু হয়েছে । আহতদের মধ্যে জো ম্যাকডোয়েল নামে একজন অস্ট্রেলিয়ান নাগরিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন । তিনি বলেছেন যে আফগানিস্তান যে এত বিপজ্জনক হবে আমি জানতাম না ।
গত সপ্তাহের বৃহস্পতিবার বামিয়ানে বিদেশী পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় আইএসআইএস-এর সন্ত্রাসবাদীরা । অস্ট্রেলিয়ান মিডিয়ার সামনে সেই হামলার বিষয়ে কথা বলেছেন আহত জো ম্যাকডোয়েল । তিনি বলেন,’আফগানিস্তান সবেমাত্র যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে এবং তালিবানদের কুখ্যাতি রয়েছে… এটি একটি বিপজ্জনক জায়গা, তবে তিন বছর আগে আফগানিস্তান এমন ছিল না ।’ তিনি এপি অস্ট্রেলিয়াকে বলেছেন, এখন আমি কাবুলের একটা হাসপাতালে চিকিৎসাধীন । তবে আমি কিভাবে বেঁচে গেলাম তা ভেবে অবাক লাগছে । যদিও আক্রমণকারী আমার কাছ থেকে মাত্র এক মিটার দূরে ছিল ৷’
এদিকে সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রণালয় দেশের নাগরিকদের আফগানিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে । বামিয়ান শহরের বেকারি এলাকায় বিদেশি পর্যটকদের ওপর আইএসআইএসের হামলায় অন্তত তিন স্পেনীয় নাগরিক ও পাঁচ বিদেশী নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়। তালিবান অবশ্য ছয়জন নিহত হওয়ার কথা ঘোষণা করেছে।।