এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ এপ্রিল : আফগান উইমেনস কোয়ালিশন ফর চেঞ্জ জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠিতে বলেছে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিবানকে স্বীকৃতি দেওয়া হলে অন্যান্য হিংসাত্মক চরমপন্থী গোষ্ঠীগুলি উৎসাহিত হবে । তারা তাদের আরও প্রচার ও সম্প্রসারণের দিকে ঝুঁকবে যা আন্তর্জাতিক নিরাপত্তা এবং আফগান জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে । বুধবার এই মর্মে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে খোলা চিঠি পাঠিয়েছে মহিলাদের জোট । তারা সাফ জানিয়েছে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিবানকে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘের পদক্ষেপগুলি অত্যন্ত ‘বিপজ্জনক’ ।
ওই মহিলা সংগঠন বলেছে,একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া আফগানিস্তানে সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলির কার্যকলাপকে বাড়িয়ে তুলবে এবং ৯/১১-এর মতো আরেকটি ঘটনার ঝুঁকি বাড়াবে । চিঠিতে উল্লেখ করা হয়েছে,’তালিবানরা আমিনা মোহাম্মদের মত অন্যান্য কূটনীতিকদের সামনে রাখলেও তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতাই তাদের নেই । আড়ালে বসে পুরো সিদ্ধান্ত নেয় তাদের অদৃশ্য নেতা মোল্লা হেবাতুল্লাহ এবং অন্য পাঁচ তালিবান ব্যক্তিত্ব । পাশাপাশি দেশের মধ্যে লিঙ্গ বর্ণবৈষম্য করে মানবাধিকার লঙ্ঘনকারী তালিবানকে বৈধতা দেওয়ার প্রশ্নে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আফগান উইমেনস কোয়ালিশন ফর চেঞ্জ। চিঠিতে বলা হয়েছে যে তালিবানরা পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা সহ মানুষের বহু মৌলিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নিচ্ছে । এদিকে তালিবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বৈঠক করার বিষয়ে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । তালিবান আফগানিস্তান দখল করার পর সমাজ থেকে নারীদের সব মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কথা উল্লেখ করে উইমেন’স মুভমেন্ট ফর পিস অ্যান্ড ফ্রিডম জানিয়েছে,আমিনা মোহাম্মদের বক্তব্য “দায়িত্বজ্ঞানহীন” । সংগঠনটি তালিবানের প্রতি সহানুভূতিশীল আমিনার সমালোচনাও করেছে ।।