এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৫ ফেব্রুয়ারী : তালিবানপন্থী মেহবুবা সিরাজের নাম নোবেল শান্তি পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানালো আফগানিস্তানের প্রতিবাদী নারী আন্দোলনের সদস্যরা । তাঁরা অসলো পিস ইনস্টিটিউটের প্রধান হেনরিক উদালের কাছে পাঠানো চিঠিতে নোবেল শান্তি পুরস্কারের প্রার্থীদের তালিকা থেকে মেহবুবা সিরাজের নাম বাদ দেওয়ার দাবিতে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে লেখা হয়েছে,’মাহাবুবা সিরাজ তালিবান গোষ্ঠীর সাথে মিথস্ক্রিয়া করার অন্যতম লবিস্ট এবং রক্ষক । তিনি আফগানিস্তানের নারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করেছেন ।’ মহিলা সংগঠন আরও বলেছে, মেহবুবা সিরাজ আফগানিস্তানে শান্তি এবং নারীদের জন্য কাজ ও শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য নূন্যতম প্রচেষ্টাও করেননি।
প্রসঙ্গত,মাহবুবা সিরাজ সুশীল সমাজের একজন কর্মী বলে পরিচিত । ২০২১ সালের ১৫ আগস্ট তালিবান কাবুলে প্রবেশ করার সময় তিনি দেশে ফিরে আসেন । ওই বছর টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল । গত বুধবার অসলো পিস রিসার্চ ইনস্টিটিউট ঘোষণা করেছিল যে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইরানের মানবাধিকার ও নারী অধিকার কর্মী মেহবুবা সিরাজ এবং নার্গেস মোহাম্মদীকে মনোনীত করা হয়েছে । কিন্তু আফগান মহিলাদের উপর নিষ্পেষণকারী তালিবানের সমর্থক মেহবুবা সিরাজের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত হওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আফগান মহিলাদের মধ্যে । সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে তীব্র প্রতিবাদ হচ্ছে ।।