এইদিন ওয়েবডেস্ক,তাজিকিস্তান,১৯ জানুয়ারী : তাজিকিস্তানে আশ্রয় নেওয়া বেশ কিছু আফগান শরণার্থী বহিষ্কারের বিষয়ে উদ্বেগে রয়েছে ৷ তাজিক পুলিশ কখন তাদের জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দেশ থেকে তাড়িয়ে দেয়,এই ভয়ে তারা এখন গৃহবন্দী দিন কাটাচ্ছে । এই আফগান শরণার্থীদের মধ্যে তিনজন শনিবার রাতে আফগান ৮সুভ পত্রিকায় বার্তা পাঠিয়ে বলেছেন যে তাজিকিস্তানে আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কারের ভয়ে তাদের বাড়িতে “কোয়ারেন্টাইনে” রাখা হয়েছে।
শরণার্থীদের মতে, তাজিক পুলিশ রাস্তাঘাটে এবং রাস্তায় গণহারে আফগান শরণার্থীদের গ্রেপ্তার করছে এবং তাদের দেশ থেকে বহিষ্কার করছে। শরণার্থীদের বেশিরভাগই দুশানবের উপকণ্ঠে “ভাহদাত” শহরে বসবাস করছে । গত বছরের ডিসেম্বরে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR)ও আফগান শরণার্থীদের দেশ থেকে জোরপূর্বক বহিষ্কারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে, তাজিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাতুল্লাহ মোহাম্মদজাদেহ বলেছেন যে তারা কেবল তাদেরই বহিষ্কার করবেন যারা অভিবাসন আইন মেনে চলবে না।।