এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ জুলাই : তুরস্ক থেকে তাড়িয়ে দেওয়া আফগান শরণার্থীদের পরিনতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স টু সেভ আফগানিস্তান । সংগঠনটির আশঙ্কা প্রকাশ করেছে যে ওই সমস্ত মানুষগুলি তালিবানের শাসনে নির্যাতন, কারাবাস এবং মৃত্যুর ঝুঁকির মুখোমুখি হবে । মঙ্গলবার কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করে বলে যে আফগান শরণার্থীরা নির্যাতন, নিপীড়ন এবং টার্গেট কিলিং থেকে পরিত্রাণ পেতে অন্যান্য দেশে, বিশেষ করে তুরস্কে আশ্রয় চেয়েছিল ।
ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স টু সেভ আফগানিস্তান তুরস্ককে আফগান শরণার্থীদের বিতাড়নের বিষয়ে “নমনীয়তা এবং সহনশীলতা” ব্যবহার করতে বলেছে । প্রসঙ্গত,সাম্প্রতিক মাসগুলিতে, তুরস্ক “নথিপত্র ছাড়া” অভিবাসীদের নির্বাসনের প্রক্রিয়া জোরদার করেছে ৷সর্বশেষ ক্ষেত্রে, গত বৃহস্পতিবার তুরস্ক ১৩৮ আফগান অভিবাসীকে আটক করেছে এবং তাদের দেশে ফিরিয়ে দিয়েছে । প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে, তুরস্কে ৩,০০,০০০-এরও বেশি আফগান অভিবাসী বাস করে ।।

