এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ জুন : দেশের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দশকের পর দশক ধরে নির্বিচারে খুন আর নাশকতা চালিয়ে গিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । কিন্তু সন্ত্রাসবাদ আর দেশ চালানোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে তার প্রমান পাচ্ছে আফগান নাগরিকরা । ক্ষমতা দখলের পর উন্নয়ন তো দূরের কথা দেশকে মধ্যযুগের বর্বরতার দিকে ঠেলে দিয়েছে তালিবানরা । অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা, স্বাস্থ্যের মত মৌলিক সুবিধা তো নেইই,তার উপর একের পর এক তালিবানি ফতোয়ায় অষ্টাগত প্রাণ সাধারন আফগান নাগরিকদের । মাত্র ১০ মাসের মধ্যেই দেশবাসী ভুগছে দারিদ্র, বেকারত্ব ও অনাহারের জ্বালায় । লাখ লাখ আফগানের সামনে দুইবেলার অন্ন সংস্থান করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে,একসময়ের টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক মুসা মহম্মদীকে (Musa Mohammadi) পর্যন্ত সংসার চালাতে রাস্তায় শিঙাড়া বিক্রি করতে হচ্ছে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এই ছবি ।
জানা গেছে, মুসা মহম্মদীকে আফগানিস্তানের একজন জনপ্রিয় সাংবাদিক । বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাঙ্কর এবং রিপোর্টার হিসেবে তিনি বহু বছর ধরে কাজ করেছেন । বর্তমানে তিনি বেকার । পরিবারের দু’বেলা খাবার জোটাতে পারছেন না । তাই কোনো উপায় দেখতে না পেয়ে সড়ক পথের ধারে বসে খাবার বিক্রি করছেন ।
প্রসঙ্গত,তালেবানরা গত বছর (২০২১) ১৫ আগস্ট আফগানিস্তানে দ্বিতীয় দফায় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর পুরুষ এবং মহিলাদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে । মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে । তালেবান চলতি বছরের মার্চ মাসে আফগানিস্তানে পুরুষদের জন্য একটি নতুন ডিক্রি জারি করে বলেছিল যে দাড়ি না রাখলে সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হবে । মহিলাদের জন্য গোটা শরীর ঢাকা বোরখা বাধ্যতামূলক করা হয়েছে । আশা করা হয়েছিল ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফার শাসনকালের মত অতটা রক্ষণশীল মনোভাব রাখবে না তালিবানরা । কিন্তু দ্বিতীয় দফার ক্ষমতা দখলের পর থেকেই তালিবানের আসল স্বরূপ বেড়িয়ে আসছে । আফগানিস্তান জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সঙ্কট ।।