এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০২ মে : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ধর্ষণের শিকার হয়েছে একজন আফগান শিশু । শুক্রবার ইসলামাবাদের শাহজাদ শহরে এই ঘটনা ঘটেছে । স্থানীয় সূত্রে জানা গেছে,ওই শিশুটি যখন নিজের বাড়ির সামনে খেলা করছিল সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে অপহরণ করে এবং শিশুটির উপর সে পাশবিক নির্যাতন চালায় । শিশুটির পরিবারের অভিযোগের পর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি ।
জানা গেছে,নির্যাতিতা শিশুকন্যার বয়স ৮ বছর এবং সে নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদের বাসিন্দা । শিশুটির পরিবার সম্প্রতি ইসলামাবাদের শাহজাদ শহরে চলে আসে । ইসলামাবাদ পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর ।
উল্লেখ্য,পাকিস্তানে আফগান শরনার্থীরা অবর্ণনীয় দূর্দশার মধ্যে দিন কাটাচ্ছে । আফগান নাগরিকদের অকারণ হয়রানি, নির্যাতন এবং কারারুদ্ধ করার মত ঘটনা ঘটেছে প্রতিদিন । এই পরিস্থিতর মাঝে এক আফগান শিশুকন্যার ধর্ষণের ঘটনা সামনে আসায় পাকিস্তানের আফগান শরনার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।।