এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২৪ অক্টোবর : একদিনের বিশ্বকাপ ২০২৩-এর লিগ পর্বের ম্যাচে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারিয়েছে আফগানিস্তান । ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই অসাধারণ দক্ষতা দেখিয়েছে আফগান খেলোয়াড়রা । অন্যদিকে ওই দুই ক্ষেত্রেই চুড়ান্তভাবে ব্যার্থ পাকিস্তান দল । সোমবারে দিবারাত্রের ওই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান । তিনি ৮৭ রান করেন । মঞ্চে পুরষ্কার নিতে এসে ইব্রাহিম জাদরান নিজের পুরষ্কারটি পাকিস্তান থেকে তাড়িয়ে দেওয়া আফগানি শরণার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা ঘোষণা করেন । মাঠে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে তার সিদ্ধান্তকে সম্মান জানায় ।
প্রসঙ্গত,২০২১ সালে তালিবানরা আফগানিস্থানের দখল নেওয়ার পর লাখ লাখ আফগানিরা প্রাণভয়ে বিভিন্ন দেশে পালিয়ে যায় । আফগানিদের একটা সিংহভাগ অংশ পাকিস্থানে গিয়ে আশ্রয় নিয়েছিল । কিন্তু সম্প্রতি আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান । মানবাধিকার কমিশনের আবেদনও উপেক্ষা করে পর্যন্ত প্রায় ১৩ লাখ আফগানকে দেশ থেকে বের করে দেওয়া হয় । কথায় কথায় ‘মুসলিম ব্রাদারহুড’-এর কথা বলা পাকিস্তানের আফগান মুসলিমদের প্রতি এই প্রকার ব্যবহারে আফগানিস্তানে এনিয়ে ব্যাপক বিদ্বেষ কাজ করছে । তারই প্রতিফলন সোমবার চেন্নাইয়ের স্টেডিয়ামে পাকিস্তানকে বিশ্বকাপের ম্যাচে পর্যুদস্ত করার পর দেখা যায় ।
চেন্নাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। মাত্র ২ উইকেট হারিয়ে ৪৯ ওভারে সহজ জয় পায় আফগানিস্তান। তার মধ্যে ইব্রাহিম ও গুরবাজের ১৩০ রানের জুটি জয়ের জন্য উল্লেখযোগ্য অবদান রাখে । এর আগে ইংল্যান্ডকেও হারিয়েছে আফগান দল ।।