এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,২৭ ডিসেম্বর : সোনা রুপোর গহনার দোকানের সার্টারের ১৫ টি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল ভাতাড়ে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড় থানার কামারপাড়ায় । রবিবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি দোকানমালিক দ্বারকানাথ দাসের নজরে আসে । তাঁর দাবি, প্রায় ২৫ লক্ষ টাকার সামগ্রী লুঠ করে পালিয়েছে দুষ্কৃতিরা । এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এদিন বিকেল পর্যন্ত পুলিশ চুরির ঘটনার কিনারা করতে পারেনি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাতারের কামারপাড়া বাজারে রয়েছে দ্বারকানাথ দাসের সোনারূপোর দোকানটি । কিছুটা দুরেই তাঁর বাড়ি । দ্বারকানাথবাবু জানিয়েছেন শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান । এদিন সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের সার্টার সহ চারটি দরজাই খোলা । পাশেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সার্টারে লাগানো ১৫ টি তালা । এরপর তিনি দোকানের ভিতরে ঢুকে দেখেন সিন্ধুক ভাঙা অবস্থায় রয়েছে । কেবল চারিদিকে গহনার খালি বাক্সগুলি ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে । দোকান মালিকের দাবি, ৩০০ গ্রামের বেশি সোনার গহনা এবং ৫ কেজির বেশি রূপো, নগদ টাকা এমনকি সিসিটিভির হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে পালিয়েছে দুস্কৃতীরা । ২০০৯ সালেও তার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন দ্বারকনাথবাবু ।
জানা গেছে,কামারপাড়া বাজারের গহনার দোকানে চুুুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যান ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় সহ পুলিশবাহিনী । তখন পুলিশের নজরে পড়ে দোকানঘরের পিছন দিকের দেওয়ালে সিঁদ কাটার চেষ্টা করেছিল দুষ্কৃতিরা । কিন্তু মাটির দেওয়াল শক্তপোক্ত ও অনেক চওড়া হওয়ায় দুষ্কৃতিরা সিঁদ না কেটে সার্টারের তালা ভেঙে দোকানে ঢোকে । তবে তার আগে সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় দুষ্কৃতিরা । এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কামারপাড়া বাজারের ব্যাবসায়ীদের মধ্যে । স্থানীয় ব্যাবসায়ীদের দাবি কামারপাড়া বাজারে নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ ।।