এইদিন ওয়েবডেস্ক,হুগলি,৩০ নভেম্বর ঃ বাড়ির লোকজন না থাকার সুযোগে এক শিক্ষকের বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হুগলি জেলার পান্ডুয়া থানার সিমলাগড় এলাকায় । নগদ টাকাসহ লক্ষাধিক টাকার সামগ্রী খোওয়া গেছে বলে দাবি রজত রঞ্জন ঘোষাল নামে ওই শিক্ষকের । পাশাপাশি তিনি জানিয়েছেন, বিশেষ কৃতিত্বের জন্য তিনি রাষ্ট্রপতির কাছ থেকে যে দুটি মেডেল পেয়েছিলেন সেগুলো নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতিরা । এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,সিমলাগড়ের শিরিষতলার বাসিন্দা রজত রঞ্জন ঘোষাল পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের অঙ্কের শিক্ষক । অঙ্কে বিশেষ কৃতিত্বের জন্য ২০০৫ ও ২০০৯ সালে পরপর দুবার রাষ্ট্রপতি তাঁকে সোনার মেডেল দিয়ে সম্মানিত করেন । রজতবাবু জানিয়েছেন,দুর্গাপুরে তাঁর কাকা থাকেন৷ রবিবার কাকার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল । তাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই দিন সকালেই তিনি বাড়িতে তালা লাগিয়ে সপরিবারে দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন । তারপর রাতের দিকে তাঁরা বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির গেটের তালা ভাঙা । ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারিগুলোও ভাঙা অবস্থায় রয়েছে । লক্ষ্য করেন টাকা পয়সাসহ অন্যন্য দামি সামগ্রীর সঙ্গে সোনার মেডেল দুটোও নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা । তারপর রাতেই তিনি পান্ডুয়া থানায় অভিযোগ জানান । এদিকে এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।
দেখুন ভিডিও :