এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ মার্চ : শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারের বাসিন্দা এক ব্যাবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল । অশোক দে নামে ওই ব্যাবসায়ীর বাড়িতে ঢুকে দুষ্কৃতিরা ১৩ ভরি সোনার গহনা ও নগদ ৪৫ হাজার টাকা হাতসাফাই করে পালিয়েছে বলে দাবি । দিনেদুপুরে এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলগোনা বাজারে স্টেশনারি সহ দশকর্মার দোকান রয়েছে অশোক দে নামে ওই ব্যবসায়ীর । দোকান থেকে কিছুটা দুরেই তাঁর দোকান । প্রতিদিনের মত এদিন সকালেও তিনি বাড়ি থেকে বেড়িয়ে দোকানে চলে যান । বাড়িতে ছিলেন অশোকবাবুর স্ত্রী কল্পনাদেবী ও শ্বাশুড়ি ওড়ম্বা বিশ্বাস । সেই সময়েই অশোকবাবুর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে বলে জানা গেছে ।
অশোকবাবুর স্ত্রী কল্পনাদেবী বলেন, ‘তখন সকাল প্রায় ৯ টা বাজে । মা তখন দোতলায় গিয়েছিলেন । আমি একতলায় কাজ করছিলাম । হঠাৎ মা চিৎকার করে উঠলে আমি ছুটে দু’তলায় যাই । গিয়ে দেখি একজন মুখঢাকা দুস্কৃতী ছুটে পালিয়ে যাচ্ছে । আলমারি খোলা । আলমারির সব মালপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে । তারপর লক্ষ্য করি যাবতীয় সোনার গহনা ও টাকাপয়সা বের করে নিয়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতি ।’
গৃহস্থের ধারনা ওই দুষ্কৃতি বাইরে থেকে কোনও ভাবে প্রথমে বাড়ির ছাদে উঠে । তারপর দু’তলায় এসে লুটপাট চালায় । তার সঙ্গে আরও দুজন ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের ।
অশোকবাবু বলেন, ‘বাড়ির রঙের কাজের জন্য ৪৫ হাজার টাকা রেখে দিয়েছিলাম । এছাড়া গৃহদেবতার ১৩ ভরির মত সোনার গহনা আলমারিতেই থাকতো । শুধু উৎসবের সময় বিগ্রহকে পড়ানো হত । নগদ টাকা ও ওই সমস্ত গহনা নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা ।’
জানা গেছে,ঘটনার পর পরিবারের পক্ষ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । তবে এদিন বিকেল পর্যন্ত চুরির কোনও কিনারা করতে পারেনি পুলিশ ।।