দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পাশাপাশি ভাতার থানার ঢেঁড়িয়া গ্রামের একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল । সোমবার সকালে মন্দিরে পূজো করতে গিয়ে চুরির ঘটনাটি নজরে পড়ে মন্দিরের পুরোহিতের । দেবদেবীর ১২-১৪ ভরি রুপোর গহনা ও মন্দিরের বাসনপত্র মিলে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে বলে দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় ভাতার থানার পুলিশ ।
জানা গেছে,বলগোনা পঞ্চায়েতের অন্তর্গত ঢেঁড়িয়া গ্রামে বসবাস করেন বেশ কিছু বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত পরিবার ৷ পরিবারের কুলদেবতা রাধারমনের একটি মন্দিরও রয়েছে বৈষ্ণব পাড়ায় । ৬-৭ জন সেবাইত মিলে পালা করে দেবতার নিত্যসেবার পূজো চালান। যখন যাঁর পালা চলে তখন সেই পরিবারের কাছেই থাকে কষ্টিপাথরে রাধারমন মূর্তিটি । কেবল বাৎসরিক পূজোর সময় মূর্তিটি মন্দিরে আনা হয় । তবে মূল মন্দিরে রাধারমনের বিগ্রহ না থাকলেও অনান্য দেবদেবীদের রোজ ত্রিসন্ধ্যা পূজার্চনা হয় ।
জানা গেছে,বর্তমানে জনৈক এক সেবাইতের বাড়িতে রয়েছে রাধারমন বিগ্রহটি । অনান্য দিনের মত রবিবার রাতেও মন্দিরে সন্ধ্যারতি হয় । পূজো শেষে যথারীতি মন্দিরের গেটে তালা লাগিয়ে বাড়ি চলে যান পুরোহিত । কিন্তু এদিন সকালে তিনি পূজো করতে এসে দেখেন মন্দিরের দরজাগুলির তালা ভাঙা অবস্থায় রয়েছে । উধাও হয়ে গেছে বিগ্রহের যাবতীয় গহনা ও বাসনপত্র । চুরির কথা গ্রামে চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।