এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খাজুরডিহি গ্রামের মহামায়া রাধেশ্যাম মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল । মন্দিরের তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা । শনিবার পূজো করতে এসে বিষয়টি প্রথমে পুরোহিতের নজরে পড়ে । পরে খবর পেয়ে তদন্তে আসে কাটোয়া থানার পুলিশ । তবে বিকেল পর্যন্ত পুলিশ চুরির কোনও কিনারা করতে পারেনি । মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,এনিয়ে ৬ বার চুরি হল । একই মন্দিরে বারবার চুরি হওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে, কাটোয়ার খাজুরডিহি গ্রামের মহামায়া রাধেশ্যাম মন্দিরটি প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠা করা হয় । মন্দিরটির প্রতিষ্ঠা করেন অরুন সাধু নামে জনৈক এক ব্যক্তি । তাই এলাকার বাসিন্দাদের কাছে মন্দিরটিকে ‘অরুণ বাবার আশ্রম’ নামেই পরিচিত । মন্দিরে দেবী কালী ও রাধা-কৃষ্ণ এক সঙ্গে পূজিত হন ।
মন্দিরের প্রতিষ্ঠাতা অরুন সাধু জানিয়েছেন,বিগ্রহে পড়ানো ছিল বেশ কিছু সোনার ও রুপোর অলংকার । কৃষ্ণের হাতে ছিল রুপোর বাঁশি । এছাড়া তিনটি ঘরে দেবদেবীর নিত্য সেবার জন্য কাঁসা পিতলের বেশ কিছু বাসনপত্র ও অন্যান্য জিনিসপত্র রাখা ছিল । এদিন তিনি মন্দিরে পূজো করতে এসে দেখেন মন্দিরসহ সমস্ত ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে । দেবদেবীর গহনা ও বাসবপত্র সব উধাও হয়ে গেছে । তিনি জানান,সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী খোওয়া গেছে ।
স্থানীয় সুত্রে জান গেছে,ইতিপূর্বে মন্দিরে ৫ বার চুরি হয়ে গেছে । সেই কারনে রাতের দিকে মন্দিরের পাহাড়ার জন্য সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন করে রাখা হত । কিন্তু মাস খানেক আগে থেকে পাহাড়া বন্ধ করে দেওয়া হয় । সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন গ্রামবাসীরা ।
অন্যদিকে শুক্রবার রাতে কাটোয়ার দুই ব্যক্তির বাড়িতেও দুঃসাহসিকভাবে চুরির ঘটনা ঘটে । জানা গেছে, ওই দুই ব্যক্তিরা হলেন পাজোয়া মোড়ের নয়ন দাস ও মেঝেরি গ্রামের বাসিন্দা পেশায় পশু চিকিৎসক উত্তম মণ্ডল । উত্তমবাবু জানান,তাঁর দুটি ঘরের তালা ভেঙে প্রায় আড়াই ভরি সোনার গহনা ও ৫০ হাজার টাকা চুরি গেছে । একই কায়দায় নয়নবাবুর বাড়ি থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা ও কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা । একই রাতে পরপর এত সংখ্যক চুরির ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।।