দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : একই রাতের মধ্যে গ্রামের পরপর ৬ টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার গোবর্ধনপুর গ্রামে । দেবদেবীর সোনা-রুপোর গহনা ও কাঁসা- পিতলের বাসনপত্র মিলে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দূষ্কৃতিদল । সোমবার সকালে খবর পেয়ে গ্রামে তদন্তে আসে মঙ্গলকোট থানার পুলিশ । গ্রামবাসীদের তরফ থেকে চুরি যাওয়া সামগ্রীর তালিকাসহ অভিযোগপত্র তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,গোবর্ধনপুরের ওই ৬ টি মন্দিরের মধ্যে চারটি রয়েছে গ্রামের চ্যাটার্জি পাড়ায় । মন্দিরগুলি হল গোবর্ধনপুর গ্রামের গ্রাম্যদেবী যোগাদ্যা মন্দির,সিদ্ধেশ্বরী কালী,মধুসূদন ও যোগাদ্যা মন্দিরের পাশের একটি শিব মন্দির । বাকি দুটি মন্দিরের মধ্যে একটি সরকার পাড়ার ভাঙা মায়ের মন্দির ও অন্যটি হল ঘোষ পাড়ার সন্তোষী মায়ের মন্দির ৷ এদিন সকালে গ্রামবাসীরা দেখেন ওই ৬ মন্দিরের একাধিক গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে । তারপর ভিতরে ঢুকতেই দেখা যায় দেবদেবীর সোনা-রুপোর গহনা ও নিত্যসেবার কাজে ব্যাবহৃত কাঁসা-পিতলের বাসনপত্র উধাও হয়ে গেছে ।
গ্রামবাসীরা জানিয়েছেন,ভাঙা মায়ের প্রায় ১ কেজি রুপোর মুকুট ছাড়া অনান্য গহনা ও ক্যাস বাক্স ভেঙে ৪-৫ হাজার টাকা লুটপাট চালিয়েছে দুষ্কৃতিরা । সিদ্ধেশ্বরী দেবীর ৩০০-৪০০ গ্রাম ওজনের রুপোর মুকুট,পায়ের নুপুর,সোনার তৈরি একটি নথ ও ৬ টি সোনার টিপ চুরি হয়ে গেছে । এছাড়া অনান্য মন্দিরে সোনা রুপোর পৈতে,সাপ ও অনান্য সামগ্রীসহ সব মিলে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র খোওয়া গেছে বলে দাবি গ্রামবাসীদের ।
গ্রামবাসী শান্তনু চট্টোপাধ্যায় বলেন, ‘রবিবার রাতে আমাদের গ্রামে শ্মশানকালীর পূজো ছিল । সেই কারনে রাত্রি ১২ টা পর্যন্ত সব জেগে ছিল । তারপর সকলে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়লে দুষ্কৃতিরা এই ঘটনা ঘটায় বলে মনে হয় ।’ গ্রামবাসীদের দাবি,এই ঘটনার পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে । অবিলম্বে দুষ্কৃতিদের চিহ্নিত করে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।