প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ অক্টোবর : চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ও আগ্নেআস্ত্রের বাঁটদিয়ে মেরে মুদিখানা দোকান মালিককে জখম করে নগদ টাকা পয়সা লুট করে পালালো ডাকাত দল।শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ একেবারে ফিল্মী কায়দায় ডাকাত দলের হানার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার রাকোনা গ্রামে। এই খবর পাওয়া মাত্রই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে জখম ব্যবসায়ী মনোজ কুমার দে কে উদ্ধার করে । তাঁকে পুরসা হাসপাতালে ভর্তিকরে দিয়েই পুলিশ দুস্কৃতিদের ধরার তৎপরতা শুরু করে দেয়। তারই মধ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মাধ্যমে প্রতিবেশী বিভিন্ন জেলার পুলিশের কাছেও পৌছে যায় এই ঘটনার খবর । রাতে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশের নাকা চেকিংয়ে চারচাকা গাড়ি সহ ধরা পড়ে যায় গলসিতে মুদিখানা দোকানে ডাকাতির ঘটনা ঘটানো দুস্কৃতি দলের দুই সদস্য । তাঁদের কাছ থেকে পুলিশ ,আগ্নেআস্ত্র ,কার্তুজ ও নগদ টাকাও পেয়েছে । পুলিশ মুদিখানা দোকানে লুটপাট চালানোর ঘটনায় জড়িত বাকি দুস্কৃতিদেরও খোঁজ চালাচ্ছে।
দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে
নাকা চেকিংয়ে ধরা পড়া ধৃত দুই দুস্কৃতির নাম
সদানন্দ যাদব ও কুন্দন কুমার যাদব । সদানন্দর বাড়ি আসানসোলের বেলডাঙ্গা ডিপো পাড়া এলাকায়। অপর ধৃত কুন্দনের বাড়ি বিহারের জামুই জেলার মৌরাল এলাকায়। দুবরাজপুর থানার পুলিশের দাবি শুক্রবার গভীর রাতে রানীগঞ্জ- মোড়গ্রাম জাতীয় সড়কের গড়গড়া মোড়ে নাকা চেকিং চালানোর সময়ে পুলিশ একটা স্করপিও গাড়ির পথ আটকে তল্লাশি চালানো শুরু করে ।ওই সময়েই গাড়িতে থাকা তিনজন পালাতে সক্ষম হলেও দু’জন পালাতে পারে নি। তল্লাশিতে গাড়িটি থেকে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল ,৬ রাউন্ড কার্তুজ ৯ টি মোবাইল ফোন ও ২১,৯১৫ টাকা। দুবরাজপুর থানার পুলিশ মনে করছে, গলসিতে মুদিখানা দোকানে ডাকাতির ঘটনায় এই দুস্কৃতিরাই জড়িত রয়েছে ।কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসার একটা সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনাতে এই দুস্কৃতিরা জড়িত ছিল কিনা সেই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে ।
গলসি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ,
গলসিতে ২ নম্বর জাতীয় সড়কের ধারে রাকোনা গ্রামে রয়েছে মনোজ কুমার দে-এর মুদিখানা দোকান।সেই মুদিখানা দোকানের সঙ্গেই রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ ওই মুদিখানা দোকানেই দুস্কৃতি হানার ঘটনা ঘটে বলে তাঁরা জানতে পেরেছেন ।
রাকোনা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ একটি চারচাকা গাড়ি নিয়ে ছ’জনের একটি দুস্কৃতি দল জাতীয় সড়কের দুর্গাপুর মুখে দাঁড়িয়ে ছিল। খানিকটা বাদে গাড়ি থেকে নেমে ৫ জন দুস্কৃতি জাতীয় সড়ক পেরিয়ে ওই মুদিখানা দোকানের হানা দেয় ।দুস্কৃতিরা দোকান মালিক মনোজ কুমার দের চোকে মুখে লঙ্কাগুড়ো ছিটিয়ে দিয়ে আগ্নেআস্ত্র বাঁট দিয়ে তাঁকে মারধর করে । পরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফিল্মী কায়দায় দোকান মালিককে ভয় দেখিয়ে নগদ টাকা পয়সা লুট করে দুস্কৃতিরা দুর্গাপুর মুখী রোড ধরে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী লালন শেখ ডাকাতির ঘটনা সবিস্তার ও ওই গাড়িটির বিষয়ে গলসি থানার পুলিশকে জানান। সেই খবর পাওয়া মাত্রই দুস্কৃতিদের ধরতে শুরু হয় জোরদার পুলিশি তৎপরতা ।।