এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান),৩১ মে : পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় একটি ব্যাঙ্কের গ্রাহকসেবা কেন্দ্রে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায় । দোকান মালিকের দাবি সোমবার সন্ধ্যায় সসস্ত্র দুষ্কৃতীরা দোকানে ঢুকে ৪০-৪৫ হাজার নগদ টাকা ছাড়া মেশিনপত্র তুলে নিয়ে পালিয়ে গেছে । তারপর তারা বোমা ছুড়তে ছুড়তে চম্পট দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ । সিসিটিভি ফুটেজের সুত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ এই ডাকাতির কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
জামুরিয়া বাজারের দামোদরপুরে রয়েছে ওই গ্রাহকসেবা কেন্দ্রটি ৷ লোকনাথ মণ্ডল ও তাঁর ভাই দেবনাথ মণ্ডল ওই গ্রাহকসেবা কেন্দ্রটির মালিক । লোকনাথবাবু বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিন দুষ্কৃতী আমাদের দোকানে আসে । তাদের মধ্যে দু’জনের হাতে একটি করে পিস্তল ছিল । তৃতীয়জনের দু’হাতে ছিল দুটি বোমা । দুষ্কৃতীরা দোকানে ঢুকে বন্দুকের ভয় দেখিয়ে ক্যাস বাক্স থেকে টাকা বের করে নেয় । কয়েকটি মেশিনপত্রও তুলে নিয়ে পালিয়ে যায় ।’ ৪০-৪৫ হাজার টাকা খোওয়া গেছে বলে তিনি জানান ।
স্থানীয় বাসিন্দারা জানান,দুষ্কৃতীরা পায়ে হেঁটেই দোকানে ঢুকেছিল । সম্ভত দূরে অন্ধকারের মধ্যে বাইক দাঁড় করিয়ে রেখেছিল তারা । ডাকাতির পর তারা পায়ে হেঁটে বেড়িয়ে আসে । স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে । কিন্তু উপস্থিত জনতাকে লক্ষ্য করে তারা বোমাবাজি করতে করতে পালিয়ে যায় ।’।