এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),০২ সেপ্টেম্বর : পেট্রোল পাম্পে দুঃসাহসী ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে । পেট্রোল পাম্পের কর্মীদের আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে বেদম মারধর করে দুষ্কৃতিরা লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় । মারধরের ফলে ৩ কর্মী আহত হন । তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একজনের আঘাত গুরুতর থাকায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার দূবচুরিয়ায় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে ওই পেট্রোল পাম্পটি । পেট্রল পাম্পের কর্মী আকাশ ধীবর জানান, বুধবার রাত্রি একটা নাগাদ ৬-৭ জন সশস্ত্র দুষ্কৃতী দল পাম্পে হানা দেয় । সেই সময় পাম্পে কর্মরত ছিলেন তিনজন কর্মী । দুষ্কৃতীরা কর্মীদের বন্দুকের বাট দিয়ে মারধর করে । তারপর তারা ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে পালায় । ক্যাশবাক্সে ১ লক্ষ ৬০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক সুকুমার পান্ডে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করার চেষ্টা চালাচ্ছে ।
উল্লেখ্য, গত ২৯ শে আগস্ট অন্ডালের মদনপুর পঞ্চায়েতের বাবুইশোল এলাকায় একরাতে ছ’টি খনি আবাসনে চুরির ঘটনা ঘটে। কয়েকদিন আগে রামপ্রসাদপুর পঞ্চায়েতের রয়েলিটি মোড়ে একটি সোনার দোকানের সাটার ভেঙে চুরির চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। বারবার অপরাধমূলক ঘটনা ঘটায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অন্ডাল থানার অন্তর্গত এলাকায় ।।