দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ নভেম্বর : দু’তলা বাড়ির একতলায় থাকে ভাড়াটিয়া । নিচের তলায় বসবাস বাড়ির মালিকের । বৃহস্পতিবার দুপুরে বাড়ি তালাবদ্ধ রেখে পাড়ার একটি মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন গৃহকর্তী । যদিও ঘন্টা দেড়েকের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসেন । ওই অল্প সময়ের মধ্যেই একাধিক তালা ভেঙে গহনা-নগদ- বাসনপত্রসহ লক্ষাধিক টাকার সামগ্রী লুটপাট চালায় দুষ্কৃতিরা ৷ দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায় । ঘটনার পর পরিবারের তরফ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও সন্ধ্যা পর্যন্ত চুরির কোনও কিনারা করতে পারেনি পুলিশ ।
জানা গেছে, চুরির ঘটনাটি ঘটে সার্কাস ময়দান এলাকার বাসিন্দা পেশায় ব্যাবসায়ী সৌমেন দাসের বাড়িতে । এদিন সকালেই তিনি দোকানে চলে যান । বাড়িতে ছিলেন বৃদ্ধা মা পার্বতী দাস,স্ত্রী ও এক শিশুপুত্র । পার্বতীদেবী বলেন, ‘আজ কালিপূজো । তাই বউমা ও নাতিকে সঙ্গে নিয়ে পাড়ার একটা মন্দিরে পূজো দিতে গিয়েছিলাম । বাড়ির গেটে তালা লাগানো ছিল । পূজো শেষে ঘন্টা দেড়েক পর বাড়ি ফিরে এসে দেখি গেটের তালা ভাঙা ৷ এরপর ঘরে ঢুকে দেখি আলমারি খোলা । জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে । আলমারির লকারে একটি হিরের আংটি, বেশকিছু সোনার গহনা, নগদ ৫ হাজার টাকা রাখা ছিল । দেখি সেগুলো নেই । বেশ কিছু কাঁসা পিতলের বাসনপত্রও চুরি হয়ে গেছে ।’
এদিকে দিনদুপুরে দুঃসাহসিক এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।