এইদিন ওয়েবডেস্ক,চালসা(জলপাইগুড়ি),২১ সেপ্টেম্বর : জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালসার ঐতিহ্যবাহী মা আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । বুধবার রাতে ঝড়বৃষ্টির সময় দুষ্কৃতীরা মন্দিরের লোহার গেটের তালা ভেঙে দানবাক্সের নগদ টাকা ও দেবীর যাবতীয় সোনা রূপার গহনাসহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে । আজ বৃহস্পতিবার ভোরে মন্দিরের পুরোহিত দেবীর নিত্যসেবার জন্য এলে চুরির বিষয়টি নজরে পড়ে তার । এরপর মন্দির কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে মেটেলি থানার পুলিশ । কালীবাড়ি মন্দিরের অদূরেই রয়েছে চালসা গোলাই । সেখানে পুলিশও থাকে । পুলিশের উপস্থিতিতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে,১৯৮৭ সালে স্থাপিত হয় চালসার ঐতিহ্যবাহী মা আনন্দময়ী কালীবাড়ি মন্দিরটি । মন্দিরটি জনবহুল এলাকায় হলেও গাছগাছালির মনোরম পরিবেশে ঘেরা । প্রতিদিন প্রচুর ভক্ত দেবী দর্শন ও দেবীকে পূজো দিতে আসেন । মন্দির কমিটির সম্পাদক বিমলেন্দু সিংহ রায় বলেন, ‘মন্দিরে সিসিটিভি ক্যামেরা রয়েছে । কিন্তু ক্যামেরার আশেপাশে বেশ কিছু পায়রার বাসা রয়েছে । যেকারনে পায়রার মলত্যাগে ক্যামেরা লেন্স আবঝা হয়ে গিয়েছিল । তাই দিন কয়েক আগে সেটি মেরামতির জন্য পাঠানো হয়েছে । তারই মাঝে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ।’ তিনি জানান, ক্যাশ বাক্সের নগট টাকা ছাড়াও দেবীর গলার হার, কানের, কোমড়ের বিছা, পায়ের তোড়াসহ যাবতীয় সোনারূপার অলঙ্কা চুরি হয়ে গেছে । যার আনুমানিক পরিমান লক্ষাধিক টাকা ।
যদিও এদিন দুপুর পর্যন্ত চুরির কোনো কিনারা করতে পারেনি পুলিশ । এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।