এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),১৩ সেপ্টেম্বর :ফের খনি অঞ্চলে চুরির ঘটনা ঘটল । এবারে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়ি এলাকার উখরা বাজারের একটি হার্ডওয়ারের দোকানের অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । সোমবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে দোকান মালিক অমিত কেসরীর । তিনি জানান,ক্যাস বাক্সে দেড় লক্ষাধিক টাকা ছিল । বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা ।
উখরা বাজারের মাধাইগঞ্জ রোডে রয়েছে অমিত কেসরীর ইঁটের দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া হার্ডওয়ারের দোকান । দোকানের ছাউনির ঠিক নিচেই রয়েছে কাঠের পাটাতন । অমিতবাবু বলেন, ‘অনান্য দিনের মত রবিবার রাতেও দোকানের শাটার লাগিয়ে বাড়ি চলে যাই । শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷ তাই ওই দু’দিনের বিক্রবাটার টাকা ব্যাঙ্কে জমা করতে পারিনি । এদিন জমা করার কথা । তাই দু’দিনের বেচাকেনার দেড় লক্ষাধিক টাকা ক্যাস বাক্সেই রেখে বাড়ি চলে গিয়েছিলাম । কিন্তু এদিন সকালে দোকান খুলে দেখি সিলিং ও অ্যাসবেস্টসের ছাউনি ভাঙা । ক্যাসবাক্সও ভাঙা অবস্থায় রয়েছে । উধাও হয়ে গেছে সমস্ত টাকা ।’
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ ও বণিকসভার আধিকারিকেরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে খনি অঞ্চলে বারবার চুরির ঘটনা ঘটায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । পুলিশের পক্ষ থেকে এলাকায় রাতে পাহাড়ার ব্যাবস্থা করার দাবি জানিয়েছে বনিকসভার ।।