দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাস্তা থেকে উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক হিমালয়ান সজারু । বুধবার গভীর রাতে কাটোয়া শহরের টেলিফোন ময়দান এলাকায় সড়কপথে ওই সজারুটিকে হেঁটে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গিয়ে সজারুটি উদ্ধার করে নিয়ে যায় । বনদফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,’এই ধরনের সজারু সাধারণত হিমালয় পর্বতমালায় এলাকায় দেখা যায় । সম্ভবত সেখান থেকে ভাগিরথীতে ভেসে কাটোয়ায় নদী তীরবর্তী ঝোপজঙ্গলে বাসা করছিল । খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে।’
তিনি জানান,সজারুটির বয়স আনুমানিক ৭ – ৮ বছর । এটি পুরুষ সজারু। আপাতত সজারুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । পরে বর্ধমানের রমনাবাগানে সজারুটিকে পাঠিয়ে দেওয়া হবে । সজারুটি কিভাবে রাস্তাতে এল এবং এলাকায় আরও সজারু রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ।
উল্লেখ্য, কাটোয়ায় ভাগিরথীর বাঁধে ঝোপজঙ্গলের মধ্যে বা মাটির গর্তে বসবাস করে থাকে বেশ কিছু প্রজাতির বন্যপ্রাণী । করোনার কারনে লকডাউনের সময় কাটোয়া শহরের মধ্যে দু’একবার বনবিড়াল, বাঘরোল জাতীয় প্রাণীর দেখা মিলেছিল । কিন্তু এই প্রথম কাটোয়ায় সজারুর সন্ধান পাওয়া গেল । তবে সংলগ্ন এলাকায় যে সজারুর উপস্থিতি রয়েছে তার প্রমান পাওয়া গিয়েছিল মাসখানেক আগে । কাটোয়ার পার্শ্ববর্তী মন্তেশ্বরের তেঁতুলিয়া এলাকায় এক স্থানীয় বাসিন্দার বাড়ি থেকে একটি সজারু উদ্ধার করেছিল বনদপ্তর ।।