এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,৩০ নভেম্বর : মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার । দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিরাল করমবীর সিং চাকরি থেকে অবসর নেওয়ার পর হরি কুমার ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হন । দায়িত্ব পাওয়ার আগে এদিন তাঁকে গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয় ।
অ্যাডমিরাল আর হরি কুমারের জন্ম ১৯৬২ সালের ১২ এপ্রিল । তিনি ১৯৮৩ সালের পয়লা জানুয়ারি ভারতীয় নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন । প্রায় ৩৯ বছর ব্যাপী বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন কমান্ডে কাজ করেছেন । এডমিরাল কুমার ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন । তাঁর কমান্ড মেরিটাইম কমান্ডের মধ্যে রয়েছে আইএনএস নিশাঙ্ক, মিসাইল কর্ভেট, আইএনএস কোরা এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস রণবীর । এ ছাড়া তিনি ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিরাট-এরও কমান্ড করেছেন । তিনি ওয়েস্টার্ন ফ্লিটের অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।ভলআর হরি কুমার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, মোহতে (MHO) আর্মি ওয়ার কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে পড়াশোনা করেছেন।
এদিন গার্ড অব অনার গ্রহণের পর হরি কুমারকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল । তিনি মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং তাঁকে জড়িয়ে ধরেন । এই সময় তাঁর মাও আবেগাপ্লুত হয়ে পড়েন । প্রসঙ্গত, অ্যাডমিরাল করমবীর সিং ৩০ মাস মেয়াদের পরে আজ অবসর নিলেন । তাঁর স্থলাভিষিক্ত হলেন অ্যাডমিরাল আর হরি কুমার ।।