শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মহরম পালনের জন্য শনিবার মহরম কমিটির সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করল পূর্ব বর্ধমান জেলার ভাতার প্রশাসন । আর কয়েকদিন পরে মুসলিম সম্প্রদায়ের শোকের উৎসব মহরম পালিত হবে । বিগত বছর থেকে অতিমারির কারণে কোনও সম্প্রদায়ের মানুষই ধর্মীয় উৎসব সেভাবে পালন করতে পারেনি । তাই এবার কিছুটা হলেও নিয়ম শিথিল করা হচ্ছে । তবে তা করোনা বিধিনিষেধ মেনেই পালন করতে হবে বলে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে বলে খবর ।
শনিবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিভিন্ন মহরম কমিটির সদস্যদের নিয়ে ভাতার ব্লক অফিসের সংখ্যালঘু ভবনে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি (টিআইবি) বীরেন্দ্র কুমার পাঠক, বিধায়ক মান গোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলার সি আই (এ) সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতার থানার ওসি প্রণব কুমার বন্দোপাধ্যায়, ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, ভাতার ব্লকের সহকারি সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহরম কমিটির প্রতিনিধিরা ।
উল্লেখ্য,প্রতিবছর আরবি মহরম মাসের দশ তারিখে ইসলাম ধর্মের মানুষ মহরম পালন করে থাকেন । বাড়িতে বাড়িতে কোরান পাঠ, রোজা পালন, দুয়ার মজলিসের আয়োজন করা হয় । এছাড়া শহীদ কারবালাকে সামনে রেখে তাজিয়া, মোরসিয়া পাক ও লাঠি খেলার আয়োজন করা হয়। কিন্তু অতিমারির কারণে গত বছর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের উপর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন । তাই মহরমের আগে এদিন এলাকার মহরম কমিটির সঙ্গে বৈঠকে বসে ভাতার প্রশাসন ৷ মহরমের দিন সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কোভিড বিধি মেনে মহরম পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয় ।
বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানিয়েছেন, বিগত দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভাতার ব্লকের মানুষজন করোনা বিধি মেনেই অনুষ্ঠান পালন করে এসেছে। সম্প্রীতি ও শান্তি বজায় রেখে করোনা বিধি মেনে মহরম পালন করার বার্তা দেন তিনি ।।