এইদিন ওয়েবডেস্ক,মালদা, ০৮ এপ্রিল : মালদায় ১২ নম্বর জাতীয় সড়কের বালা সাহাপুর বাইপাসের ধারে ৫ টি বেআইনি দোকানঘর ভেঙে দেওয়া হল । শুক্রবার দুপুরে মালদার পুলিশ প্রশাসনের সহায়তায় ওই দোকানঘরগুলি ভেঙে দেয় ফারাক্কা-রায়গঞ্জ হাইওয়ে অথরিটি । এখন রুজিরুটি বন্ধ হয়ে যাওয়ায় চরম অতান্তরে পড়েছে ওই ৫ টি পরিবার । তাঁদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক রাজ্য সরকার । অন্যথায় তাঁদের অনাহারে মরতে হবে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,মালদায় ১২ নম্বর জাতীয় সড়কের বালা সাহাপুর বাইপাসের ধারে বছর চারেক আগে পলিথিন দিয়ে অথবা রেডিমেড স্লাব দিয়ে ঘিরে চা, তেলেভাজা প্রভৃতি খাবারের দোকান করেছিলেন ৫ টি দুঃস্থ পরিবার । মূলত সেই রোজগারেই তাঁদের সংসার চলত । দিন ছয়েক আগে তাঁদের উঠে যাওয়ার জন্য নোটিশ করে প্রশাসন । কিন্তু বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন । এদিন দুপুর নাগাদ স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে বুলডোজার দিয়ে ওই ৫ টি দোকানঘর ভাঙা করায় ফারাক্কা-রায়গঞ্জ হাইওয়ে অথরিটি ।
এই বিষয়ে জাতীয় সড়ক পেট্রোলিং অফিসার উৎপল মণ্ডল বলেন,’এই অস্থায়ী দোকানগুলির জন্য ১২ নং জাতীয় সড়কের উপরে পণ্যবাহী গাড়িগুলি দাঁড় করানো থাকতো । এর ফলে হামেশাই দুর্ঘটনা ঘটতো । দোকান মালিকদের উচ্ছেদের জন্য আগাম নোটিশ করা হয়েছিল । কিন্তু তাঁরা না সরে যাওয়ায় আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে ।’
অন্যদিকে উচ্ছেদ হওয়া দোকান মালিক অজিত মন্ডল এবং রিঙ্কি সিনহারা বলেন,’আমাদের বিকল্প কোনও উপায় নেই । তাই সংসার চালাতে জাতীয় সড়কের ধারে খাবারের দোকান করেছিলাম । সেই রোজগারেই কোনও ভাবে আমাদের সংসার চলত । এখন হঠাৎ করে আমাদের এই দোকান ভেঙে দেওয়ায় কি খাবো, কোথায় যাবো, কিছুই ভেবে উঠতে পারছি না । প্রশাসনের কাছে আবেদন আমাদের বিকল্প উপার্জনের ও থাকার ব্যবস্থা করে করে দেওয়া হোক ।’।