এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ আগস্ট : চরম বিশৃঙ্খলার জেরে মালদা জেলার মানিকচক ব্লকের ‘দূয়ারে সরকার’ কর্মসূচির দ্বিতীয় পর্বের শিবির বন্ধ করে দিল প্রশাসন । সোমবার উত্তর চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে এই শিবির করা হয়েছিল । কয়েক হাজার মহিলা ও পুরুষ সরকারি পরিষেবা পেতে হাজির হয়েছিলেন । এতটাই ভিড় হয় যে,লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ঠেলাঠেলি গুঁতোগুঁতি শুরু হয়ে যায় । শিকেয় ওঠে করোনা বিধি । এদিকে ভিড়ের চাপে শিবিরে আসা এক শিশু জ্ঞান হারিয়ে ফেলে । তার জেরে স্কুল চত্বর জুড়ে একপ্রস্থ উত্তেজনা ছড়িয়ে পড়ে । শেষে খবর পেয়ে ভুতনি থানা ও মানিকচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । শেষ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ক্যাম্প স্থগিত ঘোষণা করে দেওয়া হয় । এদিকে পরিষেবা না পেয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
রাজ্য সরকারের নির্দেশিকা মত জেলায় জেলায় দ্বিতীয় পর্যায়ের ‘দূয়ারের সরকার’ শিবিরের সূচনা হয়েছে । এদিন মালদা জেলার মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর বিপি উচ্চ বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসন । উত্তর চন্ডিপুর অঞ্চল এর কয়েক হাজার মানুষ শিবিরে হাজির হন । ভিড় সামাল দিতে কার্যত নাজেহাল অবস্থা হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । এদিকে ভিড়ের চাপে একজন শিশু শিবিরের মধ্যেই জ্ঞান হারায় । রটে যায় শিশুটি মারা গেছে । তার ফলে শিবির জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত বেগতিক বুঝে শিবির শুরু হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই শিবির বন্ধ করে দিতে বাধ্য হতে হয় প্রশাসনকে ।যদিও প্রশাসন থেকে জানানো হয়েছে,শিশুটি মারা যায়নি । গরমের কারনে অসুস্থ হয়ে পড়েছিল । বর্তমানে সে সুস্থ ।
স্থানীয় মানুষদের অভিযোগ শুধুমাত্র অব্যাবস্থার কারনে তাঁদের এদিন হয়রানির শিকার হতে হল ।
এদিনের ঘটনা প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানান, ‘উত্তর চন্ডিপুর বিপি বিদ্যালয়ের ‘দূয়ারে সরকার’ শিবির প্রশাসনের নির্দেশমতো বন্ধ করে দেওয়া হয়েছে । কারণ প্রচুর মানুষের ভিড় জমেছিল শিবিরে । ফলে করোনার বিধিনিষেধ মেনে চলা সম্ভব হচ্ছিল না । তাই ব্লক প্রশাসনের নির্দেশমতো শিবির বন্ধ করে দেওয়া হয়েছে । পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ফের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের দিন ঠিক করা হবে ।’।