এইদিন ওয়েবডেস্ক,রাজগড়,২০ মে : মধ্যপ্রদেশের রাজগড়ে ডিজে বাজানোর অপরাধে বরযাত্রীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন । জানা গেছে, হামলার ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার রাতে রাজগড়ের জিরাপুর গ্রামে । ওইদিন জিরাপুর গ্রামের বাসিন্দা মদনলাল মালবিয়ার মেয়ে অঞ্জুর বিয়ে ছিল । পাত্রের বাড়ি পাশের সুসনের (Susner) গ্রামে । সুসনের থেকে বরসহ বরযাত্রীর শোভাযাত্রা আসছিল জিরাপুর গ্রামে । শোভাযাত্রাটি রাত্রি প্রায় ১২ টা নাগাদ জিরাপুর গ্রামের মসজিদের সামনে দিয়ে যেতেই ২০-২৫ জন মুসলিম যুবক এলোপাথাড়ি ইঁট ছুড়তে শুরু করে বলে অভিযোগ । ডিজে বাজানোর অপরাধে কয়েকজন আদিবাসী যুবককে ব্যাপক মারধরও করা হয় । এই ঘটনায় ৪ জন আহত হয়েছিলেন বলে খবর ।
পরে মদনলাল মালবিয়ের অভিযোগের ভিত্তিতে ফারহান, জুনায়েদ, সোহেল, সাবির, আনাস কসাইসহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ । মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র অভিযুক্তদের বাড়ি ভাঙার পক্ষে সওয়াল করেন । এরপর নড়েচড়ে বসে রাজগড় প্রশাসন । বৃহস্পতিবার (১৯ মে ২০২২) সকাল থেকে প্রশাসন অভিযুক্তদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় । এদিকে অভিযুক্তদের ‘নির্দোষ’ বলে দাবি করে বাড়ি ভাঙার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং । তিনি বলেন, ‘নিরপরাধদের ঘরবাড়ি ভাঙা নিন্দনীয় ।’।