এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ,০৫ আগস্ট : উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে । রাস্তায় পায়ে হেঁটে যাওয়া এক বোরখা পরা মহিলার পিছন দিক থেকে এসে দু’হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে মহিলার স্তন টিপে দিয়ে পালিয়ে যায় এক যুবক । যদিও পুলিশ তাকে ধরে ফেলেছে । কিন্তু যুবককে নিয়ন্ত্রণে আনতে তার পায়ে গুলি করতে হয়েছে পুলিশকে । মোরাদাবাদের পুলিশ জানিয়েছে,সোমবার (৫ আগস্ট, ২০২৫) গভীর রাতে তল্লাশির সময় পুলিশ আদিলকে দাঁড়াতে বললে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পালটা তার পায়ে গুলি করে এবং তাকে ধরে ফেলে ।
জানা গেছে,মুসলিম মহিলার শ্লীলতাহানির ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট ৷ ওইদিন মহিলা বোরকা পরা এক মহিলা কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন । এদিকে আদিল যে তাকে অনুসরণ করছে সেটা তিনি খেয়াল করেননি । এরপর নির্জন স্থানে আদিল পিছন দিক থেকে এসে দু’হাত দিয়ে জড়য়ে ধরে তার সাথে অশ্লীল আচরণ করতে শুরু করে । এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পুলিশ সেটি দেখে আদিলকে শনাক্ত করে । কিন্তু পুলিশ তাকে ধরতে গেলে সে আক্রমনাত্মক হয়ে ওঠে যেকারণে পুলিশকে গুলি চালাতে হয় ।
জানা গেছে,আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ কর্মকর্তারা হাসপাতালে পৌঁছালে আহত আদিল সাইফি তাদের সামনে কান ধরে ক্ষমা চাইতে শুরু করে। আদিল বলে যে সে আর এমন ভুল কখনো করবে না। অভিযুক্ত আদিল একটি বেসরকারি হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করে বলে জানা গেছে ।।