এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৮ জুন : বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার । বৃহস্পতিবার ভোর রাত ৩ টা ৪৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) । বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ সকটের মধ্যে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় সেদেশের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে । পিজিসিবির মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খানের পাঠানো বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯ টায় আদানি পাওয়ার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট ।
ঝাড়খণ্ডের কড্ডা কেন্দ্রে রয়েছে আদানির পাওয়ার প্লান্ট । সেখানে একটি ইউনিট থেকে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে বাংলাদেশে । চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে ঢুকছে । রহনপুরে বুধবার টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন । ফলে তীব্র তাপ প্রবাহের মধ্যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় সাধারণ বাংলাদেশীদের ।।