এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ সেপ্টেম্বর : ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের কাছে বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকায় (৮০০ মিলিয়ন মার্কিন ডলার)। আদানি গ্রুপ এই বিরাট অঙ্কের টাকা বাংলাদেশ সরকারকে পরিশোধ করে দিতে বলেছে ।
সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধের আবেদন জানিয়েছে। একই সাথে বিলম্বের কারণে অর্জিত সুদও শিগগিরই পরিশোধের আশা করছে আদানি গ্রুপ ।তবে, বিপুল অঙ্কেত বিল বকেয়া থাকলেও বাংলাদেশকে ঝাড়খণ্ডে অবস্থিত গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যে ঋণ নেওয়া হয়েছিল, তার কিস্তি পরিশোধের জন্য ঋণদাতাদের চাপের মুখে পড়েছে আদানি গ্রুপ। এ বিষয়ে আদানি গ্রুপের মুখপাত্রের বক্তব্য জানতে মানিকন্ট্রোলের পক্ষ থেকে ইমেল করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে, যা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদার প্রায় ১০ শতাংশ। এই বিদ্যুতের জন্য বাংলাদেশকে প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিল পরিশোধ করতে হয়।।