এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৪ মে : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর অভিনয়ের কারনে যত না পরিচিত, তার থেকে বেশি পরিচিত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে । বামপন্থী ও কংগ্রেসী বিচারধায় অনুপ্রাণিত এই অভিনেত্রী বিজেপির কট্টর বিরোধী বলে পরিচিত । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীদের হয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছিলেন অভিনেত্রী । কিন্তু তিনি যাদের হয়ে প্রচার করেছিলেন তারাই হেরেছিল সেবার । স্বরা ভাস্কর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাইতে গিয়ে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের পক্ষে প্রচার করেছিলেন । তাকে জেতাতে আদাজল খেয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছিলেন । শুধু কানহাইয়াই নয়, তিনি কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের পক্ষেও প্রচার চালান। এছাড়াও, তিনি রাজস্থানে সিপিআই প্রার্থী অমরা রামের পক্ষে ব্যাপক প্রচার করেছিলেন। তিনি আম আদমি পার্টির অতীশি এবং রাঘব চাড্ডাকেও সমর্থন করেছিলেন । কিন্তু স্বরার প্রিয় প্রার্থীরা সবাই ভোটে পর্যুদস্ত হয়েছিল । এই কারনে নির্বাচনের ফলাফলের পরে, নেটিজেনরা স্বরা ভাস্করকে ‘কুপয়া’ (পানৌতি) বলে ডাকতে শুরু করে ।
গতবারে হেরে যাওয়া ওই সমস্ত প্রার্থীদের কেউ কেউ এবারের ভোটেও প্রতিদ্বন্দ্বীতা করছেন । কানহাইয়া কুমার পূর্ব দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মধ্যপ্রদেশের রাজগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিগ্বিজয় সিং । অমরা রামও রাজস্থানের সিকার আসনে লড়ছেন। কিন্তু এবারে তারা কেউই অভিনেত্রী স্বরা ভাস্করকে প্রচারে ডাকেনি বলে মনে করা হচ্ছে । কারন শুধু প্রচারের ময়দানই নয়,সোশ্যাল মিডিয়াতেও কোনো রাজনৈতিক পোস্ট করতে দেখা যাচ্ছে না তাকে । তিনি শুধু অন্যদের টুইট রিটুইট করছেন, এগুলোও কোনো প্রার্থীর সমর্থনে নয়, বেশিরভাগই গাজা-ফিলিস্তিন নিয়ে। কিছু রিটুইট লোকসভা নির্বাচন সংক্রান্ত। সেখানে নিজের ব্যক্তিগত মতামত দিচ্ছেন না অভিনেত্রী ।
স্বরা ভাস্কর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফাহাদ আহমেদকে বিয়ে করেন । ওই বছর সেপ্টেম্বরে জন্ম দেন একটি কন্যা সন্তানের । তিনি নিজের এক্স হ্যান্ডেলে মেয়ে ও স্বামীর ছবি পোস্ট করছেন শুধু । এছাড়া ফেসবুকে তার শেষ পোস্ট ছিল ১৬ ফেব্রুয়ারী । ইনস্টাগ্রামেও রাজনীতি নিয়ে নীরবতা পালন করছেন স্বরা । রাজনীতির সাথে সম্পর্কিত তার শেষ পোস্টটি ছিল গত ১৭ মার্চ, যা ছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সম্পর্কিত। এরপর থেকে তিনি নির্বাচন সংক্রান্ত কোনো পোস্ট করেননি । স্বরা ভাস্কর ছাড়াও, জেএনইউ-এর ছাত্র নেতা শেহলা রশিদও ২০১৯ সালেত লোকসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের সমর্থনে প্রচুর ঘাম ঝড়িয়েছিলেন। কিন্তু এবারের ভোটে তিনিও রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন । পরিবর্তে জম্মু-কাশ্মীরে তাকে বিনোদনমূলক ভ্রমণ করতে দেখা যাচ্ছে । অনেকে মন্তব্য করেছেন যে লোকসভা নির্বাচন-২০২৪ এর সম্ভাব্য ফলাফল মোটামুটি জেনে গেছে দেশবাসী । সেই কারনে বামপন্থী ও কংগ্রেসী মনস্করা হতাশ হয়ে নিজেদের গৃহবন্দী করে রাখাই শ্রেয় বলে মনে করছেন ।
এবারের লোকসভা নির্বাচন হচ্ছে ৭ দফায় । তার মধ্যে ৫ দফা ভোট সম্পূর্ণ । ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে এবং শেষ ধাপের ভোট হবে পয়লা জুন। ফল ঘোষণা হবে ৪ জুন ।।