এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ নভেম্বর : ট্যুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার তিনি তাঁর ট্যুইট হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম । যে দলের হয়ে আমি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম ।’ দলত্যাগের কারন হিসাবে ৩৪ বর্ষীয়া এই অভিনেত্রী লেখেন, ‘কারণ বাংলার স্বার্থকে আরও এগিয়ে নিতে তাদের (বিজেপির) উদ্যোগ ও আন্তরিকতার অভাব…।
প্রসঙ্গত,এক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । রাজ্যের বিগত বিধানসভা নির্বেচনের আগে তিনি গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন । দল তাঁকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল । প্রতিপক্ষ ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থবাবু ৫০ হাজারের অধিক ভোটে বিজয়ী হয়েছিলেন । আর তার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । তখন থেকেই তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল । অবশেষে এদিন ট্যুইট করে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করলেন । যদিও তাঁর দলত্যাগকে বিশেষ আমল দিতে নারাজ রাজ্যের গেরুয়া শিবির ।
মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় বলেন, ‘পরিত্রাণ পাওয়া গেল । দলে তাঁর কোনও গুরুত্বপূর্ণ যোগদান ছিল না ।’ সেই সঙ্গে দলীয় নেতা কর্মীদের উপেক্ষা করে রাজনৈতিক পটভূমিহীন, বিশেষ করে বিনোদন জগতের মানুষদের বিধানসভার টিকিট দেওয়ার জন্য দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করেছেন তথাগতবাবু ৷।