এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১০ জুন : আসানসোলের তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার প্রেমিক অভিনেতা জাহির ইকবালকে ২৩ জুন মুম্বাইয়ে বিয়ে করতে চলেছেন । অভিনেত্রীর থেকে ২ বছরের ছোট তার প্রেমিক । সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫ বছর । সোনাক্ষী এবং জহির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে থাকলেও তারা তারা প্রকাশ্যে একে অপরের সম্পর্কে কখনও কথা প্রকাশ্যে আনেননি। তবে, তাদের একাধিক বাত একসাথে দেখা এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলি তাদের সম্পর্কের সাক্ষ্য দেয় । চলতি মাসের শুরুর দিকে, জহির সোনাক্ষীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে দুজনের ছবি শেয়ার করেছিলেন এবং পোস্টটির ক্যাপশনে লিখেছিলেন, “শুভ জন্মদিন সোনাজ।”
সূত্রের খবর, সোনাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও হীরামন্ডির পুরো কাস্টকে আমন্ত্রণ জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে । বিয়ের আমন্ত্রণপত্রটি ম্যাগাজিনের কভারের মতো ডিজাইন করা হয়েছে । তাতে লেখা লেখা আছে- ‘গুজব সত্য।’ অতিথিদের আনুষ্ঠানিক পোশাক পরে আসতে বলা হয়েছে এবং বিয়ের অনুষ্ঠানটি মুম্বাইয়ের বাস্তিয়ানে অনুষ্ঠিত হবে। জানা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাঁদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।
শোনা যায় যে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের সম্পর্কের সূচনা করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। সালমান খানের মাধ্যমে জহিরের সঙ্গে দেখা হয়েছিল সোনাক্ষী সিনহার। প্রথমে বন্ধুত্ব হয় তারপর তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়৷ দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ডাবল এক্সএল ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন সাতরাম রামানি এবং এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছন হুমা কুরেশি। অন্যদিকে সালমান খান প্রযোজিত ২০১৯ সালের রোমান্টিক ড্রামা ফিল্ম নোটবুক দিয়ে জহির বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত প্রবীণ অভিনেত্রী নূতনের নাতনি প্রনুতন বাহল। সোনাক্ষী সিনহাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ হীরামান্ডিতে ।।