এইদিন বিনোদন ডেস্ক,২১ অক্টোবর : উদ্দাম জীবব আর সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বক্তব্যের জন্য খবরে থাকা বলিউড অভিনেত্রী পুনম পান্ডে নিজের নামে আতশবাজি চালু করেছেন। পুনম পান্ডে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফেসটাইমের একটি স্ক্রিন- রেকর্ডিং পোস্ট করেছেন যেখানে তার বন্ধু তার নামে আতশবাজি দেখাচ্ছে । ‘পুনম পটাখা’ থেকে ‘পুনম ফুলঝড়ি’ ও ‘পুনম রকেটওয়াহ’ পর্যন্ত, অভিনেত্রী সর্বত্র তার জাদু ছড়িয়েছেন । আতশবাজির প্যাকেটের উপর পুনম পান্ডের একটি ছবি দেখা যাচ্ছে । অনেকে বলছেন আতশবাজির ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়েছেন অভিনেত্রী পুনম পান্ডে । পুনম ক্যাপশন সহ ভিডিওগুলি শেয়ার করেছেন — “ঠিক আছে, কিন্তু কে আমাকে আক্ষরিক আগুনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে?”
পুনম যখন এই বাজি সম্পর্কে জানতে পারে তখন হতবাক হয়ে যায় । ভিডিও কলে একজন বলল যে সে তার নামের বাজি কিনতে চায় এবং তার কাছে তার বন্ধুর স্টলের ঠিকানাও জিজ্ঞাসা করে ।
উল্লেখ্য, বলিউড বি টাউনের মডেল তথা অভিনেত্রী পুনম পান্ডে চলতি বছর দিল্লিতে রামলীলায় অংশ নিতে চলেছেন। তিনি রামলীলায় লঙ্কেশের স্ত্রী বিখ্যাত মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। আর পুনম পান্ডেকে এই চরিত্রে অভিনয় করা নিয়ে প্রস্তুতি চলাকালীনও বিতর্কও চলছে । বিতর্কের মধ্যেই কমিটি জানিয়েছে যে প্রতি বছর চলচ্চিত্র শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। আর এবার পুনম পান্ডেকে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করার জন্য অনেক অনুরোধ পেয়েছিল। তবে মন্দোদরীর দেবীতুল্য নারীর ভূমিকার পুনমকে নির্বাচনে ক্ষোভ দেখে কমিটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।।