এইদিন বিনোদন ডেস্ক,০১ ডিসেম্বর : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে তলব করেছে ইডি। পর্নোগ্রাফি এবং প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের বিতরণ সম্পর্কিত অর্থ পাচারের মামলায় তাকে এই সমন জারি করা হয়েছে। কুন্দ্রাকে চলতি সপ্তাহে তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে। ৪৯ বছর বয়সী কুন্দ্রা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তির বাড়ি এবং অফিস সহ মুম্বাই এবং উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরে ইডি প্রায় ১৫ টি স্থানে অভিযান চালানোর পরে এই সমন আসে।
ইডি এই মামলার সাথে যুক্ত অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য তার মুম্বাই অফিসে তলব করেছে। সোমবার (২শে ডিসেম্বর) সকাল ১১টায় রাজ কুন্দ্রাকে ইডি অফিসে আসতে বলা হয়েছে। রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার মক্কেল কোনো অপরাধ করেননি। আমি এখনও আমার ক্লায়েন্টের সাথে কথা বলিনি, তবে আমি আপনাকে বলতে পারি যে সে নির্দোষ। মুম্বাই পুলিশের চার্জশিট অনুযায়ী, রাজ কুন্দ্রার লেনদেন আইনি। তিনি কর দিয়েছেন। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে রাজ কুন্দ্রা মানি লন্ডারিংয়ের মতো কোনো অপরাধ করেননি।’
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সমস্যা আরও একবার বেড়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজ কুন্দ্রার বাড়িতে ও তার ঘনিষ্ঠদের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় ইডি। পর্নোগ্রাফির মামলায় এসব অভিযান চালানো হয়। অভিযানের কয়েক ঘণ্টা পর রাজ কুন্দ্রাও একটি বিবৃতি প্রকাশ করেন।
তার ইনস্টাগ্রামে গল্পটি শেয়ার করে রাজ কুন্দ্রা লিখেছেন, ‘এটি প্রত্যেকের জন্য উদ্বেগের বিষয়, যখন মিডিয়া নাটক তৈরির জন্য একটি নৈপুণ্য রয়েছে, আসুন সত্যটি পরিষ্কার করি। গত চার বছর ধরে তদন্ত চলছে আমি সম্পূর্ণভাবে অনুসরণ করছি। যতদূর ‘মিলন’, ‘অশ্লীলতা’ এবং ‘মানি লন্ডারিং’ দাবি সম্পর্কিত, আমাদের শুধু বলতে হবে চাঞ্চল্যকরতা সত্যকে ছাপিয়ে যাবে না, শেষ পর্যন্ত ন্যায়ের জয় হবে!’ রাজ শেষ পর্যন্ত লিখেছেন- আমার স্ত্রীর নাম বারবার টেনে আনার দরকার নেই। দয়া করে সীমানাকে সম্মান করুন…’।।