এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৭ নভেম্বর : চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ওরফে বেগম আয়েশা সুলতানা । আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হবে ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত । বর্ষীয়ান বলিউড অভিনেত্রী সেখানে এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বাংলাদেশের মিডিয়ার প্রতিবেদনে জানা গেছে । ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন,’২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন ।’
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, শর্মিলা ছাড়াও এশিয়ান কম্পিটিশন বিভাগে থাকবেন আরও চারজন। তারা হলেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার । এছাড়াও এবারের ঢাকা উৎসবে দেখা যাবে বিশ্ব চলচ্চিত্রের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্বকে। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ‘চিলড্রেন অব হ্যাভেন’ খ্যাত ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান। প্রসঙ্গত,ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে ।।