এইদিন বিনোদন ডেস্ক,৩১ অক্টোবর : এক মহিলার সোনার গহনা চুরি করার অভিযোগে কলকাতার এক টেলিভিশন অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত অভিনেত্রী হলেন রূপা দত্ত । বৃহস্পতিবার রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় । এই ঘটনার প্রায় সাড়ে ৩ বছর আগে কলকাতা বইমেলায় পার্স চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি ।
জানা গেছে,গত ১৫ অক্টোবর পোস্তা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জনৈকা দীপা আগরওয়াল নামে এক মহিলা । তার অভিযোগ,আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় তাঁর পার্সটি কেউ চুরি করে নিয়েছে । তিনি জানান, তার ব্যাগে ছিল ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন, তাতে লাগানো ছিল বৈষ্ণোদেবীর একটি লকেটও। এ ছাড়া দু’টি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা ।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পোস্তা থানার পুলিশ । পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিনেত্রী রূপা দত্তকে চিহ্নিত করে । বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি গরচা রোডে অভিনেত্রীর বাড়ি থেকে থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়নাও। চুরি যাওয়া মোট গয়নার পরিমাণ ৬২.৯৫ গ্রাম বলে পুলিশ সূত্রে খবর ।
এর আগেও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রূপা দত্ত । ২০২২ সালে কলকাতা বইমেলায় প্রায় ৭৫ হাজার টাকা চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল ।একজন সাব ইনস্পেকটরের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীকে একদিন কারাদণ্ড ভোট করতে হয় ।
“জয় মা বৈষ্ণোদেবী” নামে একটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের পর থেকে পরিচিত মুখ হয়ে ওঠেন রূপা দত্ত৷ বাংলা সিনেমাতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি । তবে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে তিনি ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুললে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন । কিন্তু চুরির মত ঘটনায় বারবার জড়িয়ে পড়ায় অভিনেত্রীর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ।।

