এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ ডিসেম্বর : আজ শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। যোগদানের কারন ব্যাখ্যা করে টালিগঞ্জের এই অভিনেত্রী জানিয়েছেন যে “বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে” র কথা ভেবেই তার এই যোগদান । বিজেপিতে যোগদান করা “ভুল ছিল” বলে অভিনেত্রী বলেছেন,’মানুষ মাত্রেই ভুল করে,আমিও করেছিলাম । তাই এবার ভুল সংশোধন করে নিলাম ।’
২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন অভিনেত্রী পার্নো মিত্র । ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরানগরে থেকে তাকে টিকিট দেয় পদ্ম শিবির৷ কিন্তু তিনি তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন । তারপর থেকে তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । ফলে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যান দল থেকে । অবশেষে সেই অভিযোগ সত্যি প্রমান করে আজ তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে এদিন তৃণমূলে যোগ দিলেন পার্নো। চন্দ্রিমার কথায়, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে দীর্ঘ দিন ধরেই তিনি তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছিলেন । আজ তাকে যোগদান করানো হল ।’ যদিও অভিনেত্রী পার্নো মিত্রের দলবদলকে বিশেষ আমল দিতে ইচ্ছুক নয় গেরুয়া শিবির । এখন দেখার বিষয় যে ২০২৬ সালের বিধানসভার ভোটে তৃণমূল তাকে টিকিট দেয় কিনা ।।

