এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,২৩ নভেম্বর : সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সমর্থন করায় হলিউডের সিনেমা ‘স্ক্রিম’ থেকে বাদ পড়েছেন মেক্সিকান অভিনেত্রী মেলিসা বারেরা মার্তিনেজ । মেলিসা তার ইনস্টাগ্রামে ফিলিস্তিনকে সমর্থন করে একটা পোস্ট করেছিলেন । এর আগে দুটি সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন মেলিসা। এ বছর মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠতম সিনেমায় দেখা গেছে তাকে। সপ্তম সিনেমায়ও তার অভিনয় করার কথা ছিল। কিন্তু গাজায় চলাকালীন যুদ্ধ নিয়ে সন্ত্রাসী হামাসের সমর্থনে কথা বলে বিপাকে পড়লেন অভিনেত্রী।
হামাসকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করায় সিনেমাটি থেকে তাকে বাদ দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া।
পোস্টে মেলিসা লিখেছেন, ‘গাজার অবস্থা এখন অনেকটা বন্দিশিবিরের মতো। মানুষ গাদাগাদি করে থাকছেন,জল ও বিদ্যুৎ নেই। আমাদের ইতিহাস থেকে মানুষ কিছুই শেখেনি। এবারও মানুষ মুখ বুজে সব দেখছেন। এটা গণহত্যা, গাজার মানুষকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে ।’ কিন্তু তিনি ইসরায়েলে হামাসের বর্বরোচিত নৃশংস হামলার বিষয়ে কোনো মন্তব্যই করেননি । ইনস্টাগ্রামে পোস্টর মধ্য দিয়ে তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে প্রচ্ছন্ন সমর্থন করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।।