এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ জুন : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত পাকিস্তানি বংশোদ্ভূত হিউস্টন-ভিত্তিক রিয়েল অ্যাস্টেট সংস্থার মালিক রেহান সিদ্দিকীর সাথে সহযোগিতার জন্য সমালোচনার মুখে পড়েছেন । কারন জঙ্গিগোষ্ঠী আইএসআই-এর সঙ্গে যোগসাজশের কারনে ভারত সরকার রেহান সিদ্দিকীকে কালো তালিকাভুক্ত করেছে । শুক্রবার, কলামিস্ট তথা রাজনৈতিক ভাষ্যকার সুনন্দা বশিষ্ঠ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরলে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়।বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে মাধুরীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও খবর শেয়ার করে তিনি জানান যে জঙ্গিগোষ্ঠী আইএসআই-এর সঙ্গে যোগসাজশ রয়েছে পাকিস্তানের ব্যবসায়ী রিয়েল অ্যাস্টেট সংস্থার মালিক রেহান সিদ্দিকির। আর তার সঙ্গেই কাজ করতে চলেছেন মাধুরী দীক্ষিত । সুনন্দা আরও জানান, রেহান বর্তমানে হিউস্টনে আছেন। চলতি বছরের আগস্টে টেক্সাসের হিউস্টন শহরেই একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন অভিনেত্রী মাধুরী। প্রকাশিত পোস্টার অনুযায়ী, শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টায় রেহানের অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন অভিনেত্রী ।
অভিনেত্রী মাধুরী দীক্ষিতের এই প্রকার কর্মকাণ্ডকে কটাক্ষ করে সুনন্দা বলেন, যে পাকিস্তানি প্রোমোটারকে ভারত সরকার নিষিদ্ধ করেছে, তার সঙ্গে মাধুরীকে জোট বাঁধতে দেখে সত্যিই অবাক হয়েছি। ভারত সরকার পরিষ্কার করে ঘোষণা করেছিল, রেহান সিদ্দিকি ভারতে নিষিদ্ধ এবং বলিউডের তারকারা যাতে তার সঙ্গে কাজ না করেন।
এই প্রসঙ্গে সুনন্দা মন্তব্য করে বলেন, আইএসআই-এর তালিকাভুক্ত একজন পাকিস্তানি প্রোমোটারের সঙ্গে কাজ করার কী অর্থ? দেশের নিরাপত্তার কথা ভেবে মাধুরীর এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া উচিত নয়।
বশিষ্ঠ আরও আবেদন করেছেন, মাধুরী দীক্ষিতের বন্ধুবান্ধব, পরিবার এবং অনুরাগীদের সিদ্দিকীর পটভূমি সম্পর্কে জানাতে এবং তাকে অনুষ্ঠানে না যোগ দেওয়ার জন্য রাজি করান। তিনি বলেছিলেন যে অভিনেত্রীর এই জাতীয় আচরণে ভারতের নিরাপত্তা বাহিনী এবং যারা দেশের নিরাপত্তার জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদের উপর হতাশজনক প্রভাব পড়বে । যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।।